ব্যারাকপুরের বিজেপি নেতা খুনের ঘটনায় তদন্ত করছে পুলিশ, খতিয়ে দেখা হচ্ছে সমস্ত কারণ; টুইট রাজ্য পুলিশের

গতকাল সন্ধ্যায় টিটাগড়ে গুলি করে খুন হন বিজেপি নেতা মণীশ শুক্লা। এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। আজ সকালে মৃত নেতার পরিবারের সাথে দেখা করেন বিজেপি নেতারা। ইতিমধ্যেই রাজভবনে এ বিষয়ে রাজ্যপালের সাথে দেখা করতে গেছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

এ বিষয়ে কলকাতা পুলিশ একটি টুইটে জানান যে ঘটনার তদন্ত চলছে। পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে টুইটে বলা হয়েছে-” গত সন্ধ্যায় ব্যারাকপুরের টিটাগড় এলাকায় একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ অপরাধের তদন্ত করছে এবং ব্যক্তিগত শত্রুতা সহ সম্ভাব্য সমস্ত কারণ খতিয়ে দেখছে কারণ মৃতব্যক্তি কয়েকটি হত্যা ও হত্যার চেষ্টা মামলায় অভিযুক্ত ছিলেন।

যথাযথ তদন্ত ছাড়াই কোন সিদ্ধান্তে উপনীত হবেন না। সোশ্যাল মিডিয়াতে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করার অর্থ তদন্তে হস্তক্ষেপ করা। দয়া করে এ থেকে বিরত থাকুন।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*