আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভে আসছে ১২টি নতুন রয়েল বেঙ্গল টাইগার

আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ পেতে চলেছে আরও ১২টি রয়েল বেঙ্গল টাইগার রাজ্য বন দপ্তরের সৌজন্যে। রাজ্য বন দপ্তর থেকে জানা যায় এই ১২টি বাঘ আসবে অসমের জঙ্গল থেকে। অসমের জঙ্গলের সাথে বক্সার জঙ্গলের প্রাকৃতিক মিল থাকার ফলে বাঘগুলিকে আনা হচ্ছে। বক্সা টাইগার রিজার্ভটি ৭৫৭.৯ বর্গ কিঃমিঃ অঞ্চল জুড়ে বিস্তৃত, যার মধ্যে ৩৯০ বর্গ কিঃমিঃ কোর অঞ্চল।

বাঘ ছাড়াও এই জঙ্গলে মেঘলা চিতা, বনবিড়াল, মেছোবিড়াল প্রভৃতি মাংসাশী প্রাণী আছে।তৃণভোজী প্রাণীদের মধ্যে হাতি, গড় হরিণ, চিতল হরিণ, সম্বর হরিণ, বার্কিং ডিয়ার ও হগ ডিয়ারও দেখা যায় এখানে।

জলদাপাড়া থেকে বাঘ ছাড়াও বক্সায় ৫০টি সম্বর হরিণ ও বহুসংখ্যক বাইসন আনার পরিকল্পনা করছে বন দপ্তর। যেহেতু মাংসাশী প্রাণীর সংখ্যা বাড়তে চলেছে তাই এর ফলে খাদ্য শৃঙ্খল ঠিক থাকবে বলেই জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*