রাজ্যে হাল্কা বৃষ্টির সম্ভাবনা, নামতে পারে তাপমাত্রা

শহর কলকাতায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি, দুই ২৪ পরগনাতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে জলীয় বাষ্প ঢুকেছে এ রাজ্যে। যার জেরেই বৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েকদিন আকাশ মেঘলা থাকবে বলে খবর। কয়েকদিন পরই ফের নামতে পারে পারদ। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। জানা গিয়েছে, নিম্নচাপ শক্তি বাড়িয়ে বাংলাদেশের দিকে এগোচ্ছে। তার জেরেই ওড়িশা ও বাংলা উপকূলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*