প্রশান্ত মহাসাগরে ৫ মাস ভেসে থাকার পর উদ্ধার

দুই মহিলা নাবিক, যারা হনুলুলুর বাসিন্দা, জেনিফার অ্যাপেল ও তাসহা ফুইয়াবা এবং তাদের দুই পোষা কুকুর সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের হাওয়াই থেকে একটি ছোট নৌকা নিয়ে সমুদ্রযাত্রা শুরু করেন । তারা হাওয়াই থেকে হাইতির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। যাত্রা শুরুর পর সমুদ্রে প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে তাদের নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। তারপর থেকে তারা প্রশান্ত মহাসাগরে ভাসতে থাকেন।
উন্মুক্ত মহাসাগরে ভাসতে-ভাসতে তাদের নৌকা প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার (৯৩০ মাইল) অতিক্রম করে জাপানের দক্ষিণ-পূর্ব সমুদ্রসীমায় চলে যায়। এভাবেই তারা ভাসতে থাকেন, কিন্তু গন্তব্যের দেখা পান না। অবশেষে তাইওয়ানের একটি মাছ ধরার নৌযান সতর্ক সংকেত দেওয়ার পর মার্কিন নৌবাহিনী তাদের উদ্ধার করে। তারা প্রায় পাঁচ মাস এই ভাবে ভেসে থাকার পর উদ্ধার হন।
উদ্ধার হওয়ার পরে নাবিক জেনিফার অ্যাপেল মার্কিন নৌবাহিনীকে উদ্দেশ্য করে বলেন, তারা আমাদের জীবন বাঁচিয়েছে। আমরা যখন মার্কিন নৌবাহিনীর জাহাজ দেখলাম, তখন আমাদের আনন্দে হাসি পাচ্ছিল এবং গর্ব হচ্ছিল। তারা যাত্রা শুরু করার সময় একটি পানি বিশুদ্ধকরণ মেশিন, পাস্তা ও জইচূর্ণের (oatmeal) মতো শুকনো খাবার প্রচুর পরিমাণে নিয়ে রেখেছিল। এই দীর্ঘ যাত্রায় দুই নারী ও দুই কুকুরসহ চার সদস্য নৌকায় থাকা এই খাবারের জন্য এতদিন বেঁচে ছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*