নাগপুর টেস্টের চতুর্থ দিনে জয় নিয়ে ভারত সিরিজে ১-০ এগিয়ে

নাগপুরে ভারত শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে শ্রীলঙ্কা ব্যাটিং অসহায় ভাবে আত্মসমর্পণ করলো ভারতীয় বোলারদের কাছে। ৪৯.৩ ওভারে ১৬৬ রান করে শ্রীলঙ্কার সকল ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে যান। ভারতের হয়ে আবার ৪টি উইকেট দখল করেন স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন। এবং তিনি টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ৩০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন। মাত্র ৫৪টি টেস্টেই তিনি ৩০০ উইকেট দখল করে ভেঙ্গে দিলেন অস্ট্রেলিয়ার ডেনিস লিলি র করা ৫৬ টেস্টে ৩০০ উইকেট দখলের রেকর্ড। এদিন তিনি ৬৩ রানে ৪ উইকেট নেন। এছাড়াও ভারতের হয়ে জাদেজা ২টি, ইশান্ত শর্মা ২টি এবং উমেশ যাদব ২টি উইকেট দখল করেন। ভারত শ্রীলঙ্কাকে ইনিংস এবং ২৩৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেলো। তৃতীয় তথা শেষ টেস্ট ম্যাচ দিল্লীতে হবে ২ ডিসেম্বর থেকে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিরাট কোহলি।
শ্রীলঙ্কা প্রথম ইনিংসঃ ২০৫ এবং দ্বিতীয় ইনিংসঃ ১৬৬। ভারতের প্রথম ইনিংসঃ ৬১০-৬ (ডিঃ)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*