সিপিএম-এর পলিটব্যুরোর পর এবার কেন্দ্রীয় কমিটি; বাংলায় বাম-কংগ্রেস জোটে মিললো ছাড়পত্র

পলিটব্যুরোর পর এবার সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির অনুমোদন। ২০২১-এর নির্বাচনে বাংলায় বাংলায় বাম কংগ্রেস জোটে আপাতত কোনও বাধা রইল না। শনিবার কেন্দ্রীয় কমিটির বৈঠকে এব্যাপারে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সোমবার পলিটব্যুরোর বৈঠকে কেরলের সিপিএম-এর তরফ থেকে বাংলার নেতাদের অবস্থানকে সমর্থন জানানো হয়েছিল।

এবারের জোট অনিবার্য ছিল। পরিস্থিতি বিবেচনা করেই কেরল লবি বাংলায় দলের অবস্থানকে সমর্থন করেছে। কেননা তারা বুঝতে পেরেছে জোট না করলে আরও বিপদ সামনে উপস্থিত হবে। দিন কয়েক আগে পলিটব্যুরোর বৈঠকে বলা হয়েছিল বর্তমান পরিস্থিতিতে দল কংগ্রেসের সঙ্গে জোট করতে পারে। কেননা সেখানে আর কোনও বিকল্প নেই। সেই সময় এই সিদ্ধান্ত অনুমোদনের জন্য তা কেন্দ্রীয় কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়। শনিবার ছিল কেন্দ্রীয় কমিটির বৈঠকের শেষ দিন। বৈঠক শেষে বিবৃতি জারি করা হয়।

এদিনের বিবৃতিতে কেন্দ্রীয় কমিটির তরফে জানানো হয়েছে, বিজেপি ও তৃণমূলকে পরাস্ত করতে পশ্চিমবঙ্গে সিপিএম এবং বামফ্রন্ট কংগ্রেস-সহ ধর্ম নিরপেক্ষ শক্তির সঙ্গে জোট করবে।

পশ্চিমবঙ্গ ছাড়াও আসন্ন কেরল, জম্মু ও কাশ্মীর, অসমের জন্য কেন্দ্রীয় কমিটি সংশ্লিষ্ট রাজ্য কমিটিরগুলির প্রস্তাবে অনুমোদন দিয়েছে। কেরলে সিপিএম এলডিএফ-এর অংশ হয়েই লড়াই করবে। তামিলনাড়ুতে সিপিএম ডিএমকের নেতৃত্বাধীন জোটে থাকবে। অসমে বিজেপিকে পরাস্ত করতে সিপিএম কংগ্রেস-সহ ধর্মনিরপেক্ষ দলগুলির সঙ্গে জোট করবে।

পাশাপাশি জম্মু ও কাশ্মীরের বর্তমান আইনে বহিরাগতদের জমি কেনা অনুমতি দেওয়ার সমালোচনা করা হয়েছে। এরপ্রভাব সেখানকার জনগণের ওপর পড়বে বলেও কেন্দ্রীয় কমিটির বিবৃতিতে মন্তব্য করা হয়েছে। অন্যদিকে কেরলে এলডিএফ সরকারকে নিশানা করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*