মাদক পাচার রুখতে কড়া শাস্তির নজির চিন সরকারের

প্রকাশ্যে চলছে মৃত্যুদণ্ড৷ একের পর এক ১০ জনকে গুলি করে মারা হল। সবই হল সরকারি নিয়ম মেনে। যা দেখে রীতিমতো শিউরে উঠল জনসাধারণ। হ্যাঁ, এমনই ঘটনার সাক্ষী রইল চিন। চিনে মাদক পাচার রুখতে কড়া ভূমিকা নেয় সরকার। তার শাস্তি কেমন হতে পারে সেটাই দেখা গিয়েছে গুয়ানদং শহরে। স্থানীয় একটি স্টেডিয়ামে মঞ্চ তৈরি করে মৃত্যুদণ্ড দেওয়া হল কুখ্যাত মাদক কারবারীদের।

প্রসঙ্গত, গুয়ানদং প্রদেশে চরম শাস্তি দেখতে স্থানীয় স্টেডিয়ামে জড় হন অনেকে। সেখানেই আনা হয় বেআইনি মাদক ব্যবসায় জড়িত ১০ জনকে৷ এরপর এল চূড়ান্ত নির্দেশ। চলল গুলি৷ ততক্ষণে মঞ্চে থাকা সেই দশজন দাগী অপরাধীর মৃত্যু ক্যামেরা বন্দি করতে হুড়োহুড়ি পড়ে যায়। গতবছর প্রায় ২০০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*