চলুন গোপগড় ; ঘুরে ট্যুরে

লালমাটি, জঙ্গল ইতিহাস প্রকৃতি ও কাঁসাই নদী নিয়ে একদিনে ঘুরে আসার আদর্শ জায়গা হল গোপগড় ইকোপার্ক।

দূরত্ব -কলকাতা থেকে ১৪০ কিলোমিটার দূরে পশ্চিম মেদিনীপুর শহরের অদূরে গোপগড়ের অবস্থান।

দেখার জায়গা -শাল সোনাঝুরি, ঝাউয়ের জঙ্গলে ঘেরা গোপগড় ইকোপার্ক প্রকৃতিপ্রেমীদের ভালো লাগবেই।এখানে মূল পার্কের ভিতরে জঙ্গলের মাঝে বাঁধানো পথ ধরে ঘুরে বেড়ান। পার্কের ভিতরে রয়েছে একটি ওয়াচ টাওয়ার।ইকোপার্কে প্রবেশ মূল্য ১০ টাকা/প্রতিজন। এছাড়া চাইলে গপগোড় থেকে সাত কিলোমিটার দূরে অস্থিত মন্দির গ্রাম পাত্রা ঘুরে আসতে পারেন।

কোথায় থাকবেন -গোপগড়ে রাএিযাপনের ইচ্ছে থাকলে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট এর ইকো কটেজ বুক করতে পারেন। ভাড়া ১০০০-১২০০ হতে পারে। কটেজগুলো বেশ সুন্দর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*