পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব লোগো উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী

নবান্নে পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব লোগোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আজ একটি ঐতিহাসিক দিন। স্বাধীনতার ৭০ বছর পর পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব এমব্ল্যেম(লোগো) পেল। কয়েকটি রাজ্যের নিজস্ব এমব্ল্যেম(লোগো) আছে। এতদিন কেউ ভাবেনি। আমরা জানতে পেরেই উদ্যোগ নিই।” তিনি আরও বলেন, “দু-এক বছর সময়তো লাগেই। আমরা কেন্দ্রের কাছে দুটি বিষয়ের প্রস্তাব পাঠিয়েছিলাম। একটি এমব্ল্যেম নক্সা তৈরি করে অনুমোদনের জন্য পাঠাই। গত পরশু আমরা এর অনুমোদন পেয়েছি। আর একটি প্রস্তাব রাজ্যের নাম পরিবর্তনের বিষয়ে। আলোচনা হয়েছে অনুমতি পেলে জানিয়ে দেব। এরজন্য প্রস্তাবের প্রয়োজনীয় সংশোধন আমরা বিধানসভায় পাশ করেছি। অনুমোদন পেতে একটু সময় লাগবে।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, এই এমব্লেম পশ্চিমবঙ্গের তথা বাংলার নিজস্ব সমৃদ্ধির এমব্ল্যেম হবে। আজকে তার আনুষ্ঠানিক উদ্বোধন করলাম। এটি চিরকাল ইতিহাসে লেখা থাকবে। যে কোনও বড় কাজ নীচু স্তর পর্যন্ত পৌঁছতে একটু সময় লাগে। কিন্তু রাজ্য স্তরে আজ থেকে এর ব্যবহার শুরু হল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*