২০১৯ নির্বাচনে মোদীকে সঠিক শিক্ষা দিতে পারবোঃ জিগনেশ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবিলম্বে জানাতে হবে এ দেশে দলিতদের শান্তিপূর্ণ সমাবেশ ও প্রতিবাদ করার অধিকার আছে কী না? শুক্রবার এমনই প্রশ্ন তুললেন গুজরাটের দলিত নেতা জিগনেশ মেবানি। চলতি সপ্তাহে মহারাষ্ট্রে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে জিগনেশের বিরুদ্ধে। পরে অভিযোগের ভিত্তিতে মামলাও দায়ের করা হয়। কিন্তু শুক্রবার গুজরাটের দলিত নেতা পরিষ্কার ভাবেই জানিয়ে দেন যে তিনি কোনওভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেননি। পুনেতে দলিত মিছিলে হামলা চালানোর ঘটনায় এদিন সরাসরি কেন্দ্রের শাসক দল বিজেপিকেই কাঠগড়ায় তুললেন তিনি। তাঁর দাবি, বিজেপি আমার বেড়ে ওঠা জনপ্রিয়তা দেখে ভয় পাচ্ছে। গুজরাট নির্বাচনে গেরুয়া বাহিনী ভেবেছিল ১৫০ টি আসন পাবে কিন্তু তাদের আসনসংখ্যা ৯৯ তে থেমে যাওয়ায় আমাকে আক্রমন করছে। পাশাপাশি তিনি এদিন আরও বলেন যদি দলিতদের উপর বারবার আক্রমন শানানো হয় এবং আমার জনপ্রিয়তা যদি অক্ষুন্ন থাকে তাহলে মোদীকে সঠিক শিক্ষা দিতে পারবো। আমাদের সামনের লক্ষমাত্রা ২০১৯ এর জাতীয় নির্বাচন।

শুধু এতটুকু বলেই থেমে থাকেননি জিগনেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে তিনি ছুঁড়ে দিয়েছেন একের পর এক প্রশ্নবাণ। মোদীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ডাঃ বি.আর.আম্বেদকরের গুনমুগ্ধ ভক্ত হয়েও দলিতদের উপর অত্যাচারের ঘটনায় উনি চুপ কেন? পুনের মতো বিভিন্ন অনুষ্ঠানে দলিতরা আক্রান্ত হচ্ছেন কেন? দলিতরা ভারতে নিরাপদ নয় কেন? পাশাপাশি প্রধানমন্ত্রী ধর্ম ও বর্ণ নিয়ে কোনও প্রতিশ্রুতি দেওয়ার চিন্তাভাবনা করেছেন কী না তাও জানতে চেয়েছেন গুজরাটের এই তরুন নেতা। প্রসঙ্গত, সোমবার ভিমা-কোরেগাঁও যুদ্ধের ২০০ বছর পূর্তি উপলক্ষে পুনেতে দলিতদের মিছিলে হামলা চালানোর ঘটনা ঘটে। মৃত্যু হয় ১ জনের। এরই প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে ওঠে মুম্বাই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*