আগামীকাল গণনা, নিরাপত্তা বলয় কেমন? কিভাবে হবে গণনা? জেনে নিন….

সপ্তদশ লোকসভা নির্বাচনের ফলাফল আগামীকাল। দেশের আগামী নির্বাচনের চূড়ান্ত দিন আগামীকাল। গণনাকে কেন্দ্র করে নিরাপত্তা বলয়ে ঢেকে দেওয়া হয়েছে স্ট্রংরুম। স্ট্রংরুমে যাবার আগে তিন ধাপে রাখা হয়েছে নিরাপত্তা। প্রথম গেটে থাকবে স্থানীয় থানার পুলিশ, দ্বিতীয় ধাপে প্রায় ১০০ মিটার দূরে থাকছে রাজ্য পুলিশ তারপর অর্থাৎ একদম শেষ ধাপে থাকছে কেন্দ্রীয় বাহিনী।

সকাল ৬:৩০ টায় পর্যবেক্ষক, রিটার্নিং অফিসার, ও প্রার্থীর উপস্থিতিতে খোলা হবে স্ট্রংরুম। সকাল ৮টায় পোস্টাল ব্যালট দিয়ে শুরু হবে ভোটগণনা, তারপর সার্ভিস গণনা, তারপর ইভিএমে শুরু হবে ভোট গণনা। আর ইভিএম গণনা শেষে হবে ভিভিপ্যাড মেলানো।

নিরাপত্তায় থাকছে ৮২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গণনাকেন্দ্রে থেকে ১০০ মিটারে থাকছে ১৪৪ ধারা। বাড়ানো হয়েছে কাউন্টিং অবজার্ভারের সংখ্যা। মোট গণনাকর্মীর সংখ্যা ২৫ হাজার। ১৫৫ কাউন্টিং অবজার্ভার। ঝাড়গ্রাম ও দক্ষিণ কলকাতা কেন্দ্রে ২৫ রাউন্ড গণনা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*