রেকর্ড ভোটে জয়ী শেখ হাসিনা, শপথগ্রহণ সময়ের অপেক্ষা

প্রধান বিরোধী দল বিএনপি-র ভোট বয়কট, অশান্তির মধ্যেই রবিবার সম্পন্ন হল বাংলাদেশে জাতীয় নির্বাচন হল। আর এই নির্বাচনে রেকর্ড ভোটে জয়লাভ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা আওয়ামী লিগের সভাপতি শেখ হাসিনা। গোপালগঞ্জ -৩ আসন থেকে ২,৯০,৩০০ ভোটের মধ্যে হাসিনার ঝুলিতে পড়েছে ২,৪৯,৯৬২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনপিপি-র শেখ আবুল কালাম পেয়েছেন মাত্র ৪৬০টি ভোট। আর মাত্র ৪২৫টি ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন জাকের পার্টির মাহাবুর মোল্লা।

তবে শুধু হাসিনা নয়, রবিবার নির্বাচন শেষে গণনা যত এগোয় ততই আওয়ামী লিগের প্রার্থীদের জয়জয়কার শুরু হয়। এবারে ক্রিকেটার সাকিব আল হাসানকে প্রার্থী করে চমক দিয়েছিল আওয়ামী লিগ। তিনিও বিপুল ভোটে জয় পেয়েছেন। প্রথমবার ভোটে দাঁড়িয়েই সাকিব ১ লক্ষ ৮৫ হাজার ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি মাগুরা-১ আসন থেকে প্রার্থী হয়েছিলেন। সাকিবের নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের কাজি রেজাউল হোসেন পেয়েছেন ৫,৯৯৪ ভোট। আর জাতীয় পার্টির প্রার্থী মহম্মদ সিরাজুস সায়েফিন পেয়েছেন ২,১৪৩ ভোট। এরপর যত সময় এগোয় ততই হাসিনা মন্ত্রিসভার একের পর এক মন্ত্রীদের জয়জয়কারের খবর আসে। হাসিনা সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাসান মাহমুদ এবং বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিও জয়ী হয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*