চিলির ফ্লাইটে এক কাপলের বিয়ে দিলেন পোপ

খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস চিলি সফররত বিমানে দুই বিমান কর্মীর বিয়ে দিলেন। রাজধানী সান্তিয়াগো থেকে উত্তরাঞ্চলীয় ইকিক শহরে যাওয়ার পথে পোপের এই বিয়ে দেওয়াকে ঐতিহাসিক বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। ফ্লাইট এডেন্টডেন্ট পলা পোডেস্ট রুইজ (৩৯) ও কার্লোস সিফুয়ার্দি এলোরিগা (৪১) এর আগে সাধারণভাবে বিয়ে করেছিলেন। ফ্লাইটে পোপের কাছে বিয়ের আর্শীবাদ চান তারা। পোপ তাদের বলেন, ‘আপনারা কি চান আপনাদের বিয়ে দিয়ে দিই?’ ওই কাপল তখন জানান, ২০১০ সালের ভূমিকম্পে চিলির রাজধানী সান্তিয়াগোতে তাদের চার্চ ধ্বংস হয়ে যাওয়ায় বিয়ের আনুষ্ঠানিকতা ঐ চার্চে সম্পন্ন করতে পারেননি তারা।
এরপরই সান্তিয়াগো থেকে উত্তরাঞ্চলীয় ইকিক শহরে যাওয়ার পথে সংক্ষিপ্ত ওই ফ্লাইটের মধ্যেই ছোট অনুষ্ঠানে মধ্য দিয়ে পোপ তাদের বিয়ে সম্পন্ন করেন। এয়ালাইন্সের শীর্ষ এক কর্মকর্তাকে সাক্ষী রেখে এই বিয়ে সম্পন্ন করা হয়।
সূত্রের খবর

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*