নিউজিল্যান্ডে বিদেশিদের বাড়ি কেনায় নিষেধাজ্ঞা

গত মাসে প্রধানমন্ত্রী নির্বাচনে জয়ী হন জাসিন্ডা আরডার্ন। ১৫০ বছরের মধ্যে এই প্রথম কোনো নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নিউজিল্যান্ডে। লেবার পার্টির নেতৃত্বে মধ্য বামপন্থী এই সরকার গঠিত হচ্ছে।
দেশটিতে বেশ কিছুদিন ধরেই সম্পত্তির মূল্য বেড়ে যাওয়ায়, তা সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে। এমন পরিস্থিতিতে নবনির্বাচিত প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের সিদ্ধান্তে নিউজিল্যান্ডে বিদেশিদের বাড়ি কেনার ওপর নিষেধাজ্ঞা আরোপ হতে যাচ্ছে।
নবনির্বাচিত প্রধানমন্ত্রী বলেন, এই নিষেধাজ্ঞা শুধুমাত্র অনাবাসিক ব্যক্তিদের জন্য। দেশটিতে বর্তমানে আবাসিক সংকট দেখা দিয়েছে। যার ফলে বাড়ির দাম অনেকের নাগালের বাইরে চলে গেছে। মূলত কম সুদের হার, অপ্রতুল হাউজিং স্টক ও অভিভাষণ বেড়ে যাওয়ায় আবাসনের দাম বেড়েছে দেশটিতে।
সম্প্রতি গবেষণা প্রতিষ্ঠান নাইট ফ্রাঙ্কের এক গবেষণায় দেখা গেছে, গত এক বছরে নিউজিল্যান্ডে আবাসনের দাম বেড়েছে ১০ দশমিক ৪ শতাংশ। রাজধানী ওয়েলিংটনে গত বছরের জুন থেকে চলতি বছরের জুন পর্যন্ত আবাসনের দাম বেড়েছে ১৮ দশমিক ১ শতাংশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*