মাদ্রিদের রাস্তায় ফের চেনা ছন্দে ধরা দিলেন মমতা

স্পেনের মাদ্রিদের রাস্তা। সেখানে হাঁটছেন বাংলার মুখ্য়মন্ত্রী। রাস্তাতেই দেখা এক অ্য়াকর্ডিয়ন শিল্পীর সঙ্গে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি তাঁর সঙ্গে কথা বলতে শুরু করেন। এরপর তিনি সেই অ্য়াকোর্ডিয়নের কি বোর্ডে সুর তোলেন। তবে এদিন মাদ্রিদের রাস্তায় একেবারে চেনা মেজাজে ধরা দেন মমতা৷ বৃহস্পতিবার দুপুর গড়াতে না গড়াতেই সামনে এল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ভিডিও৷ সেখানে দেখা গেল, এক জলাশয়ের ধার ধরে হাঁটছেন মমতা৷ পরনে সেই নীলপাড় সাদা শাড়ি, গায়ে জড়ানো ক্রিম রঙের শাল, পায়ে হাওয়াই চটি৷ নিয়ম মেনে মাদ্রিদের রাস্তাতেও মমতা নেমে পড়লেন মর্নিং ওয়াকে৷

মর্নিং ওয়াকের পাশাপাশি, শাড়ি পরে মাদ্রিদের রাস্তায় জগিংও করতে দেখা যায় তাঁকে৷ এদিন মমতার সঙ্গ দেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষকেও।

আমরা করব জয়…উই স্যাল ওভারকাম, উই স্যাল ওভার কাম…অ্য়াকর্ডিয়ানে সুর তুললেন বাংলার মুখ্য়মন্ত্রী। সুরের ঝঙ্কার ওঠে সেই বাদ্যযন্ত্রে। তবে অনেকেই তাঁর এই সুরের প্রশংসা করেছেন। নেটিজেনরা তাঁর এই বাদ্যযন্ত্র বাজানোর ভূয়সী প্রশংসা করেছেন।
এর আগেও মমতা বন্দ্যোপাধ্য়ায় বাদ্যযন্ত্র বাজিয়েছেন। সেই বাজনা শুনে মন ভরেছে অনেকেরই। তবে অনেকের মতে, বাংলার মুখ্য়মন্ত্রী বরাবরই শিল্পীদের উৎসাহ দেন। তিনি নিজেও গান বাজনা করেন বলে খবর। তবে এবার শিল্পে বিনিয়োগ আনতে তিনি স্পেনের মাদ্রিদে গিয়েছেন। সেখানে মুখ্যসচিব সহ পদস্থ কর্তারাও গিয়েছেন। দলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষও গিয়েছেন তাঁর সঙ্গে।
তবে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু যে পিয়ানো, অ্যাকর্ডিয়ান বাজান এমনটা নয়। তিনি কবিতা লেখেন। তাঁর একাধিক কবিতার বই রয়েছে। তিনি গান লেখেন। সেই গান গাওয়া হয় বিভিন্ন অনুষ্ঠানে। তিনি গানে গলাও মেলান। এমনকী তিনি ছবিও আঁকেন। সেই ছবিকে ঘিরে অবশ্য নানা বিতর্ক রয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্য়ায় রাজ্য সামলানোর পাশাপাশি এই ধরনের শিল্পকর্মে মাঝেমধ্যেই মনোনিবেশ করেন।


তবে স্পেনের রাস্তায় যেভাবে তিনি অ্য়াকর্ডিয়ানে ঝড় তুলেছেন তা মন কেড়েছে অনেকেরই। নেটিজেনদের অনেকেরই মন ছুঁয়ে গিয়েছে এই ভিডিয়ো। তবে বিরোধীদের একাংশের প্রশ্ন শেষ পর্যন্ত কত বিনিয়োগ বিদেশ থেকে আসে সেটাই দেখার। সেটাই মুখ্য় বিষয়। সেটাও গুরুত্ব দিয়ে দেখা দরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*