অনন্তনাগে জঙ্গিদের গুলিতে শহিদ বীর সেনাদের শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

Spread the love

জঙ্গিদের গুলিতে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে শহিদ সেনাকর্তাদের প্রতি শোকজ্ঞাপন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সুদূর স্পেন থেকে এক্স হ্যান্ডলে সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, ‘জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে এনকাউন্টারে আমাদের সাহসী বীরদের মৃত্যুতে আমির গভীর শোকাহত। শহিদদের পরিবার এবং প্রিয়জনের প্রতি আমার সমবেদনা রইল। আমাদের সাহসী যোদ্ধাদের আত্মার চির শান্তি কামনা করি। দেশকে রক্ষা করার জন্য তাঁদের এই আত্মবলিদান ভোলার নয়।’

গোপন সূত্রে ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেল ইউনিটের দুই আধিকারিকের কাছে অনন্তনাগের গভীর জঙ্গলে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর ছিল। জঙ্গি নিকেশের লক্ষ্যে যৌথ বাহিনী অপারেশন শুরু করে। নেতৃত্ব দিচ্ছিলেন ভারতীয় সেনার কর্নেল মনপ্রীত সিং, মেজর আশিস ধনচাক। ছিলেন কাশ্মীর পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট হুমায়ুন মুজামিল ভাট। গুলির লড়াইয়ে শহিদ হন তিনজনেই। শোকস্তব্ধ তিন শহিদের পরিবার। সেনা আধিকারিক লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই ও জম্মু কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং ঘটনা স্থলে পৌঁছে দেহ উদ্ধার করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*