বিশ্বকাপ জ্বরে কাঁপছে দক্ষিণ দিনাজপুরও

জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর

সারা দেশের পাশাপাশি ক্রিকেট জ্বরে কাঁপছে দক্ষিণ দিনাজপুর। আজ রবিবার ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচ তথা বিশ্বকাপ হচ্ছে। সেইমতো অবস্থায় সারাদেশে এখন বিশ্বকাপ ক্রিকেট খেলার আনন্দে মেতে উঠেছে। এই আনন্দের ভাগ নিতে বাদ যায়নি ৮ থেকে ৮০। ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপ ক্রিকেট খেলায় ভারত যে জিতবে সেই বিষয় নিয়ে আশাবাদী সমগ্র দেশবাসী সহ দক্ষিণ দিনাজপুর জেলা। সেইমতো অবস্থায় দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট মহাকুমা গঙ্গারামপুর ও বুনিয়াদপুর সহ সম্পন্ন জেলা জুড়েই চলছে বিশ্বকাপ নিয়ে উন্মাদনা। প্রসঙ্গত, এই দিন দেখা গেল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানা এবং গঙ্গারামপুর বাস স্ট্যান্ড সপ্ত সহ বিভিন্ন জায়গায় টিভি স্ক্রিন বা বড় স্ক্রিন লাগিয়ে ভারত বনাম অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখানোর আয়োজন করা হয়েছে। জেলা জুড়ে সেই উন্মোদনার চিত্র ধরা পড়ল।

পাশাপাশি ভারতের জাতীয় পতাকা লাগিয়ে প্রথম টসে ভারত ব্যাটিং করতে নামার খুশি সহ পরপর ছয় ও চার মারার আনন্দে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জায়গা সহ গঙ্গারামপুরের বাস স্ট্যান্ড চত্বরে পটকা বাজি ফাটানো চলছে। বলাই বাহুল্য সারাদেশের সাথে দক্ষিণ দিনাজপুর জেলাও বিশ্বকাপ ক্রিকেটের জ্বরে কাঁপছে। এ বিষয়ে গঙ্গারামপুরের এক ক্রিকেট প্রেমী যুবক সমীর দত্ত ভারতের ক্রিকেট দলের জার্সি পড়ে জানান, ” আজকে আমরা ক্রিকেট নিয়ে ভীষণভাবে উৎফুল্ল পাশাপাশি ২০০৩ এর চিত্র বদলে দেবো আজকে আমরা। আজকে বিশ্বকাপে ভারত জয়ী হবে ভারত বনাম অস্ট্রেলিয়ার খেলা ইতিহাসের পাতায় সাক্ষী হিসেবে লেখা থাকবে আজকের এই দিনটি।

এদিন ভারত প্রথম ট্রফি ব্যাটিংয়ে নেমেছে এবং একের পর এক ছয় চার মারছে দেখতেই পাচ্ছেন কতটা আনন্দ উৎফুল্লতে আমরা উল্লাসে মেতে উঠেছি ১০০ শতাংশ দাবি করছি ভারত আজকের বিশ্বকাপে জিতে এই সফলতার কথা দুনিয়ার ক্রিকেট ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে”। সর্বশেষে বলায় বাহুল্য সারাদেশের সাথে দক্ষিণ দিনাজপুর জেলা ও বিশ্বকাপের জ্বরে কাঁপছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*