ইরাক-ইরান সীমান্তে ভয়ানক ভুমিকম্পে ১৭০ জন হত এবং ১০০০ জনেরও বেশি আহত

গতকাল রাতে ইরাক-ইরান সীমান্তের পাহাড়ি এলাকায় ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ১৭০ জন নিহত ও ১০০০ জনেরও বেশি আহত হন। টুইটারে পোস্ট করা ফটোতে দেখিয়েছে যে, রবিবার ভূমিকম্পের ভয়াবহ আকার ধারণ করার সময় উত্তর ইরাকে সুলায়মানিয়াহের একটি বিল্ডিং থেকে সকলে ছুটে বেড়িয়ে পড়ছে এবং দারবান্দিখনের শহরের প্রধান দেয়াল এবং কংক্রিটের কাঠামো ভেঙে পড়ে।
ইরাকের সীমান্তের ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ইরানের কোরানশাহ প্রদেশের ডেপুটি গভর্নর মজতাবা নিককারদার জানিয়েছেন, তারা  জরুরী ত্রাণ শিবির স্থাপনের ব্যবস্থা করছেন।
মার্কিন জিওলোজিকাল সার্ভে থেকে বলেছে, ভূমিকম্পটি ইরাকি কুর্দিস্তানে হালাব্জার ৩০ কিলোমিটার (১৯ মাইল) দক্ষিণপশ্চিমাঞ্চলে প্রায় রাত ৯.২০ র সময় আঘাত হানে, যখন অনেক মানুষ বাড়িতে ছিলো। ইরানের জরুরী সার্ভিস প্রধান পির হোসেন কুলিভান্ড বলেন, “গ্রামে উদ্ধারকারী দল পাঠানো কঠিন কারণ রাস্তাগুলি ভুমিধ্বসে ক্ষয়ক্ষতি হয়েছে”।
সূত্র থেকে পাওয়া খবর, ইরানের সবচেয়ে খারাপ আঘাতপ্রাপ্ত শহর প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে কেরান-এ শিরিন এবং কিরমানশে আজিগালেহ। ৩০ টি রেড ক্রস দল ভূমিকম্প অঞ্চলে পাঠানো হয়েছে।
ইরাকে কর্মকর্তারা জানান, ভূমিকম্পের ফলে সুলাইমানিয়াহ প্রদেশে ছয়জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ১৫০ জন আহত হয়েছে। সুলাইমানিয়ায়, বাসিন্দারা রাস্তায় দৌড়াচ্ছিল এবং সম্পত্তি কিছু ক্ষতি হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*