মমতার হাত ধরে লন্ডনে ঐতিহাসিক মুহুর্ত, নিবেদিতার বাড়িতে বসলো হেরিটেজ ফলক

পিয়ালি আচার্যঃ লন্ডনের মাটিতে ভারতীয় সময় রাত ১০টায় শুরু হলো অনুষ্ঠান। ভগিনী নিবেদিতার উইম্বলডনের হাই স্টেটের বাড়িতে নীল ফলক বা ব্লু প্লাক লাগানোর প্রক্রিয়া শুরু হলো। ভারতবর্ষের আসার আগে মার্গারেট নোবেল এই ২১নং হাই স্টেটের বাড়িতে সপরিবারে বাস করতেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর হাত ধরে সেই বাড়ি হেরিটেজ তকমা পেলো। অনুষ্ঠানে আবেগতাড়িত মুখ্যমন্ত্রী বলেন, দ্রিদ্র মানুষের সেবায় নিবেদিতার অবদান মানুষ সারাজীবন মনে রেখে দেবেন। বাংলাতেও নিবেদিতার স্মৃতি রক্ষায় সরকার বিভিন্ন রকম কর্মসূচী নিচ্ছে তার উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে যোগদান করতে লন্ডনের সময় দুপুর সাড়ে ৩ টেয় হোটেল থেকে বেরোন মুখ্যমন্ত্রী। সঙ্গে কলকাতার শিল্পপতীরা এবং সাংবাদিকরাও ছিলেন। লন্ডনের রাস্তায় রীতিমত শোভাযাত্রা করে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হন। তারপর নিবেদিতার প্রতিকৃতিতে মালা দেব এরপর সেই ঐতিহাসিক মুহুর্ত ব্লু প্লাকের উন্মোচন। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী সুভিতানন্দ, স্থানীয় পুরুসভার মেয়র মার্সি স্কেট, ব্রিটেনে কার্যনির্বাহী ভারতীয় রাষ্ট্রদূত দিনেশ পট্টনায়ক এবং নিবেদিতার পরিবারের লোকজনেরা। অনুষ্ঠানে বহু অনাবাসী ভারতীয় ও বাঙালীরাও উপস্থিত ছিলেন। তবে সব আকর্ষনের কেন্দ্রবিন্দু ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*