প্রয়াত ITC গ্রুপের চেয়ারম্যান ওয়াই সি দেবেশ্বর, টুইটারে শোকপ্রকাশ করলেন মোদী ও মমতা

প্রয়াত ITC গ্রুপের চেয়ারম্যান ওয়াই সি দেবেশ্বর । মৃত্যুকালে বয়স হয়েছিলো ৭২ বছর। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ITC সহ বিভিন্ন সংস্থার বোর্ড কর্তা হিসেবে কাজ করেছেন ।

উল্লেখ্য, ১৯৬৮ সালে ITC-তে যোগ দেন। ১৯৮৪ সালে ITC-র বোর্ডে অন্তর্ভুক্তি হয় তাঁর । ১৯৯৬ সালে সেখানকার এগজিকিউটিভ চেয়ারম্যান হন। ২০১৭ সালে এগজিকিউটিভ পদ ছাড়েন । তারপর থেকে তিনি ITC-র ননএগজিকিউটিভ চেয়ারম্যান পদে ছিলেন তিনি।

১৯৪৭ সালের ৪ফেব্রুয়ারি অবিভক্ত ভারতের লাহোরে জন্মগ্রহণ করেন দেবেশ্বর। তিনি IIT দিল্লি ও হাভার্ড বিজনেস স্কুলের প্রাক্তনী। ITC ছাড়াও ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টরের পদ সামলেছেন । তিনি রিজার্ভ ব্যাঙ্কের অন্যতম ডিরেক্টরও ছিলেন। ২০১১ সালে পদ্মভূষণ সম্মানেও সম্মানিত করা হয় তাঁকে।

তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তা জানিয়ে টুইট করেছেন।

পশ্চিমবঙ্গ সরকার
তথ্য ও সংস্কৃতি বিভাগ
নবান্ন
৩২৫, শরৎ চ্যাটার্জি রোড
হাওড়া- ৭১১১০২*

স্মারক সংখ্যাঃ ১ ৩৩/আইসিএ/এনবি
তারিখঃ ১১/০৫/২০১৯

মুখ্যমন্ত্রীর শোকবার্তা

বিশিষ্ট শিল্পপতি ও আই টি সি র চেয়্যারম্যান, শ্রদ্ধেয় ওয়াই,সি দেবেশ্বর এর মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ ৭২ বছর বয়সে হরিয়ানার গুরুগ্রামে প্রয়াত হয়েছেন।
বিগত কয়েক দশক ধরে তিনি আই টি সি কে বিশ্বের শিল্পমানচিত্রে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করেছেন। পাশাপাশি শিল্পক্ষেত্রে এবং বিভিন্ন সামাজিক উন্নয়নে তার ভূমিকা ছিল অসামান্য।
তার মৃত্যুতে বিশ্বের শিল্পজগৎ বিশেষত কর্পোরেট দুনিয়ায় এক অপূরণীয় শূন‍্যস্থানের সৃষ্টি হল।
পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১৭ সালে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে ভূষিত করে।
তিনি ছিলেন আমার কাছের মানুষ , তার সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক ছিল। আমি তার মৃত্যুতে আজ অত্যন্ত মর্মাহত।

আমি প্রয়াত শ্রী দেবেশ্বর এর আত্মীয়পরিজন, তাঁর আই টি সি সহ সকল সহকর্মী, বন্ধু-বান্ধব, শুভানুধ্যায়ী এবং অনুরাগীদের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

মমতা বন্দ্যোপাধ্যায়


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*