ভোটের আগে উত্তপ্ত নারায়ণগড়

ভোটের আগে বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হলো নারায়ণগড়ের গনুয়া গ্রাম। আহত হয়েছেন দু’দলের প্রায় ৩০ জন কর্মী-সমর্থক। আহতদের বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় গনুয়া গ্রামে প্রচার করছিলেন দুই দলের কর্মী-সমর্থকরা । সেই সময় দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়।

বিজেপি-র বক্তব্য, কুশবসান ১৫ নম্বর অঞ্চলের গনুয়াতে ভোটারদের কাছ থেকে ভোটার কার্ড ছিনিয়ে নেয় তৃণমূল । প্রতিবাদ করতে গেলে আমাদের কর্মীদের তির ছোড়ার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়। এর ফলে প্রায় ১৫ জন কর্মী আহত হয়। আহতদের প্রথমে বেলদা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে একজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । যদিও তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*