দাঁ-বাড়ির ১৭৮তম দুর্গাপুজো

কলকাতার বনেদি বাড়িগুলির মধ্যে অন্যতম হলো উত্তর কলকাতার দাঁ-বাড়ি। কথিত আছে মা নাকি এই বাড়িতে গয়না পরতে আসেন। ১৭৮তম বর্ষে পর্দাপণ করল এ বাড়ির পুজো। আজ মহাঅষ্টমী। দিনক্ষণ, তিথি মেনে সকাল ৯.৩০টার মধ্যেই সেরে ফেলা হলো অষ্টমীর পুজো এবং পুষ্পাঞ্জলি। বাড়ির মহিলারা লালপেড়ে শাড়ি পড়ে ভক্তিভরে মা-কে পুষ্পার্ঘ নিবেদন করলেন। অবশ্য শুধু মহিলারাই বা কেন, ছোটো-বড়ো, নারী-পুরুষ নির্বিশেষে দাঁ-বাড়ির সকলে এবং গিরিশ পার্ক ও সন্নিহিত অঞ্চলের বহু মানুষ এই পুজোয় অংশ নেন এবং পুষ্পাঞ্জলি দেন। আপাতত অষ্টমী-নবমীর সন্ধিক্ষণে দীপ জ্বালিয়ে যে সন্ধিপুজো হয় তাতেই ব্যস্ত রয়েছেন সকলে। ছবিগুলি তুলেছেন প্রশান্ত দাস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*