বাংলায় একদিনে মৃতের তুলনায় সুস্থ বেশি, মৃত আরও ৫৭

বাংলায় ফের বাড়ছে সুস্থতার হার। আক্রান্তের তুলনায় সুস্থ বেশি ।কমছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাও। শনিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী, রাজ্যে একদিনে আক্রান্ত ৩৯৯৩ জন । শুক্রবার ছিল ৩,৯৭৯ জন৷ তুলনামূলক সামান্য বেড়েছে আক্রান্তের সংখ্যা৷

তবে সব মিলিয়ে মোট আক্রান্ত ৩ লক্ষ ৭৩ হাজার ৬৬৪ জন ৷ গত ২৪ ঘন্টায় রাজ্যে ৫৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ছিল ৫৯ জন। ফলে সামান্য কমল মৃতের সংখ্যা৷ তবে এই পর্যন্ত রাজ্যে মোট মৃত্যু হয়েছে ৬,৮৪১ জনের৷ রাজ্যে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪,০৪৯ জন।

শুক্রবার ছিল ৪,০১৫ জন৷ পর পর দুই দিন দৈনিক সুস্থতার সংখ্যা চার হাজার ছাড়াল। সব মিলিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ২৯ হাজার ৯৩৭ জন৷ সুস্থতার হার বেড়ে ৮৮.৩০ শতাংশ। শুক্রবার ছিল ৮৮.১৬ শতাংশ৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটাও অনেক দিন পর ৩৭ হাজারের নিচে নেমে এল৷ তথ্য অনুযায়ী,৩৬ হাজার ৮৮৬ জন ।শুক্রবারও ছিল ৩৬ হাজার ৯৯৯ জন৷ তুলনামূলক ১১৩ জন কম৷ এই মূহুর্তে বাংলায় করোনা নমুনা টেস্ট ৪৫ লক্ষ ছাড়াল৷ তথ্য অনুযায়ী, ৪৫ লক্ষ ৫৬ হাজার ৪২৫ টি৷

ফলে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৫০,৬২৭ জন৷ গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ৪৫ হাজার ১৫৫ টি৷ এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৯৪ টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ৩ টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷ আশা করা যায় ওই ল্যাবরেটরিগুলিতে শীঘ্রই টেস্ট শুরু হবে৷

বাংলায় এই মূহুর্তে ৯৪ টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে আইসোলেশন শয্যা তৈরি করা হয়েছে৷ এর মধ্যে সরকারি ৩৯ টি হাসপাতাল ও ৫৫ টি বেসরকারি হাসপাতাল রয়েছে৷ হাসপাতালগুলিতে মোট কোভিড বেড রয়েছে ১২,৮১১ টি৷ আইসিইউ শয্যা রয়েছে ১,৮০৯টি, ভেন্টিলেশন সুবিধা রয়েছে ১০৯০টি৷ কিন্তু সরকারি কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে ৫৮২টি৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*