বিচিত্র এক ঘটনার সাথে নিজেদের জড়ালেন বিমানযাত্রীরা

বিচিত্র এক ঘটনার সাথে নিজেদের জড়িয়ে ফেললেন অকল্যান্ড থেকে হনুলুলুতে যাওয়া বিমানযাত্রীরা। যা ঘটেছে বছরের শুরুতেই। ২০১৮ সালের প্রথম মুহূর্তে একটি বিমান আকাশে ওড়ার পরে আবার মাটি স্পর্শ করে ২০১৭ সালে। ঘটনাটি বেশিরভাগই লক্ষ্য করা যায় কোনো কল্পকাহিনীর সিনেমাতে। কিন্তু এই কাহিনীটি এবার বাস্তবে দেখা দিয়েছে। সাধারণত ভৌগলিক অবস্থানই এই কাহিনীর ক্ষেত্রে প্রধান ভূমিকা নিয়েছে।
ঘটনাটি হলো নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে নতুন বছরকে স্বাগত জানিয়ে হাওয়াইয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট আকাশে ওঠে ২০১৮ সালের শুরুতে ঠিক ১২.০৫ a.m । বিমানযাত্রীদের গন্তব্য হনুলুলু। বিমানটি হনুলুলুতে যখন অবতরণ করে তখন ২০১৮ সাল শুরু হয় নি। ২০১৭ সালের অনেকটা সময় তখনও বাকি। এমন অবস্থায় সেখানে বিমান থেকে যাত্রীরা নেমে দ্বিতীয়বার নতুন বছরকে উদযাপন করছেন। এমন ঘটনা ঘটেছে হাওয়াইয়ান এয়ারলাইন্সের ফ্লাইট HAL 446 তে। এই ফ্লাইটটি অকল্যান্ড থেকে ওড়ার কথা ২০১৭ সালের ৩১ শে ডিসেম্বর স্থানীয় সময় রাত ১১টা ৫৫ মিনিটে। কিন্তু তা ১০ মিনিট দেরি হয়। তখন অকল্যান্ডে ২০১৮ সালের ১লা জানুয়ারি, বিমানটির যাত্রীরা রাত ১২টায় ২০১৮ সালকে স্বাগত জানান। রাত ১২টা ৫ মিনিটে বিমানটি আকাশে ওড়ে। এরপর হনুলুলুতে যখন মাটি স্পর্শ করে তখন সেখানে স্থানীয় সময় ২০১৭ সালের ৩১ শে ডিসেম্বর সকাল ১০টা ১৬ মিনিট। আন্তর্জাতিক তারিখ রেখা অনুযায়ী, নিউজিল্যান্ড ও হাওয়াইয়ের মধ্যে সময়ের ব্যবধান ২৩ ঘন্টা। ফলে ওই ফ্লাইটের যাত্রীরা হনুলুলুতে অবতরণ করে প্রায় পুরো একটি দিন হাতে পান ২০১৭ সালের। আর এ আনন্দে সামিল হন তাঁরা।

ছবি সোশ্যাল মিডিয়া থেকে প্রাপ্ত

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*