জল্পনার অবসান! বিজেপিতে যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

হাইকোর্টে নিজের পদ থেকে মঙ্গলবার ইস্তফা দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছেও নিজের পদত্যাগ পত্র পাঠিয়েছেন। রবিবার নিজের পদ থেকে ইস্তফা দেওয়ার পরই জল্পনা উঠে আসছিল তাহলে কি রাজনীতির ময়দানে এবার দেখা যাবে অবসরপ্রাপ্ত বিচারপতিকে? সেই উত্তরই আজ দিলেন তিনি। বললেন, “বিজেপি একমাত্র দল যারা তৃণমূলের মতো দুষ্কৃতী দলের সঙ্গে লড়ছে। এখানে আর কোনও সর্বভারতীয় পার্টি নেই”।

আজ সাংবাদিক বৈঠক করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “আমি টিকিট পাব কী না পাব জানি না। লড়ি বা না লড়ি আপাতত বিজেপিতে যোগদান করলাম।” শাসকদলের তরফ থেকে অপমানজনক কথা বলার অভিযোগ করেছেন এই বিজেপি নেতা। তিনি বলেন, “তৃণমূলই রাজনীতিতে নামার অনুপ্রেরণা জুগিয়েছে।তাঁদের মুখপাত্ররা বহু সময়ে অপমানজনক কথা বলেছেন। তাঁরা জানেন না বিচারপতিকে আক্রমণ করা যায় না। শুধু তাই নয়, জজকে উদ্দেশ্যে করে গালিগালাজ করেছেন। আসলে ওদের অনেক দুর্নীতি ফাঁস হয়ে যাচ্ছিল।” আরও বললেন, “বড় বড় অনেক দুষ্কৃতী মন্ত্রী-আমলার ছদ্মবেশে লুকিয়েছিলেন। তাঁরা আপাতত জেলে আছেন, গড়াগড়ি খাচ্ছেন আমি জানি না।”

অভিজিৎ গঙ্গোপাধ্যায় এও বলেছেন, “ভদ্র লোকেদের রাজনীতিতে প্রয়োজন। নাহলে রাজনীতি দখল হয়ে গিয়েছে কিছু দুর্বৃত্ত দ্বারা। বাঙালিদের রাজনীতিতে আসার ইচ্ছা রয়েছে। তবে এদের জন্য আসে না।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*