সন্দেশখালির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

সন্দেশখালির ঘটনায় দুটি থানায় দায়ের হওয়া তিনটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবারই তদন্তভার সিবিআই-এর হাতে সমস্ত নথি তুলে দেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি রাজাশেখর মান্থা। সেই সঙ্গে রাজ্য পুলিশ ও সিবিআই-এর যৌথ সিট গঠনের সিদ্ধান্তকে বাতিল করে দিলেন। সেই সঙ্গে প্রধান অভিযুক্ত শেখ শাহজাহানকেও সিবিআই-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি।

মঙ্গলবার বিকাল ৪.৩০-এর মধ্যে ন্যাজাট থানায় দায়ের হওয়া দুটি মামলা ও বনগাঁ থানায় দায়ের হওয়া একটি মামলা সিবিআই-এর হাতে হস্তান্তরের নির্দেশ দেন প্রধান বিচারপতি। সেই সঙ্গে বিচারপতি জয় সেনগুপ্তর দেওয়া সিট গঠনের নির্দেশও খারিজ করে দেয় আদালত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*