শ্রমিকদের কাঁধ থেকে বোঝা কমাতে উদ্যোগী মমতা সরকার

সোমনাথ পাঁজা

রাজ্য বিধানসভায় বৃহস্পতিবার, ২৩শে নভেম্বর ২০১৭ পাশ হলো ওয়েস্ট বেঙ্গল লেবার ওয়েলফেয়ার অ্যামেন্ডমেন্ড বিল ২০১৭। এই লেবার ওয়েলফেয়ার সংশোধনী বিলে শ্রমিকদের ঘাড় থেকে বোঝা কমাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। মূলত, লেবার ওয়েলফেয়ার সেন্টার চালানোই এই বোর্ডের কাজ। এই প্রকল্পের অধীনে অডিটোরয়িাম, হলঘর, শ্রমিকদের বিনোদনের কর্মসূচী, শ্রমিক পরিবারের কেউ অসুস্থ হলে তাঁর চিকিৎসার খরচ বহনের মতো কল্যানমূলক কর্মসূচী নেওয়া হয়। পাশাপাশি দরিদ্র, শ্রমিক পরিবারের ছেলে মেয়েদের লেখাপড়ার খরচও বহন করা হয় এখান থেকে। ১৯৭৪ সালের এই বিলটি এদিন সংশোধন করা হলো।

বিল সংশোধনের উদ্দেশ্য হিসাবে শ্রমমন্ত্রী মলয় ঘটক বলেন, শ্রমিক কল্যানে রাজ্য সরকার ব্যয়বরাদ্দ আরও বাড়াবে। আগে লেবার ওয়েলফেয়ারের ক্ষেত্রে প্রদেয় টাকার আনুপাতিক হার ছিল শ্রমিক দিত ৩ টাকা, মালিক ৬টাকা এবং রাজ্য সরকার ৬ টাকা। বর্তমান সরকারের উদ্দেশ্য হলো শ্রমিকদের আরও কল্যান, তাই তাঁদের কোনও টাকাই আর এই খাতে দিতে হবেনা। পাশাপাশি রাজ্য প্রদেয় অর্থের পরিমান বাড়িয়ে দিয়ে ওয়েলফেয়ার সেন্টার গুলিকে আরও চাঙ্গা করলেন। এর অধীনে দীঘা, বকখালি, পুরী, গ্যাংটকে হলিডে হোম রয়েছে, কিন্তু ৩৪ বছরের বামফ্রন্ট জমানার অবহেলায় সেগুলির জরাজীর্ণ অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এগুলির সংস্কারের পাশাপাশি শান্তিনিকেতন ও মাইথনে দুটি নতুন হলিডে হোম করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*