এবার ভক্তদের পাশে দাঁড়াল শ্রী মাতা বৈষ্ণো দেবী বোর্ড

প্রাণ হাতেই বৈষ্ণো দেবী দর্শনে ভিড় জমান তীর্থযাত্রীরা। তাই এবার ভক্তদের পাশে দাঁড়াল শ্রী মাতা বৈষ্ণো দেবী বোর্ডও। দেবীর দর্শনে আসা ভক্তদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য বিমা ও চিকিৎসার ব্যবস্থা করল এই বোর্ড। যাত্রা পথে বড়সড় দুর্ঘটনা বা অসুস্থ হলে, তীর্থযাত্রীদের বিশেষ স্বাস্থ্য বিমার আওতায় চিকিৎসা করা হবে। বিমার কভারেজ ৫ লাখ।

শনিবার জম্মু-কাশ্মীর রাজভবনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈষ্ণো দেবী বোর্ডের সঙ্গে রাজ্যপাল সত্যপাল মালিক বৈঠক করেন। রাজ্যপাল নিজেই বৈষ্ণো দেবী বোর্ডের চেয়ারম্যান।বৈঠকে বেশ কয়েকটি চিকিৎসা সংক্রান্ত পদক্ষেপ নিচ্ছে জম্মু-কাশ্মীরের স্বাস্থ্য দফতর। যেমন-

বৈষ্ণো দেবী দর্শনের দুর্গম রাস্তার বিভিন্ন পয়েন্টে থাকবে বিশেষ মেডিক্যাল টিমবড়সড় দুর্ঘটনা হলে তীর্থযাত্রীরা স্বাস্থ্য বিমার সুবিধা পাবেন৫ বছরের নীচে থাকা খুদে তীর্থ যাত্রীদের জন্য ৩ ও ১ লাখের স্বাস্থ্য বিমা৫ বছরের উপরে সব বয়সের তীর্থযাত্রীদের জন্য থাকছে ৫ লাখের স্বাস্থ্য বিমাবিমার সুবিধা পেতে হলে তীর্থযাত্রীদের যাত্রা স্লিপ সংগ্রহ করতে হবে, যা দেবে শ্রী বৈষ্ণো বোর্ড

জম্মুর ত্রিকূটা পর্বত পেরিয়ে বৈষ্ণো দেবীর মন্দির। হেঁটে বা হেলিকপ্টারে মন্দিরে পৌঁছতেই পারেন।অবশ্য, ভক্তরা এই দুর্গম পথে হেঁটে যেতেই বেশি পছন্দ করেন। তবে, উপত্যকার পরিস্থিতি যখন তখন বদলানোয় অনেক সময় তীর্থযাত্রীদেরও জঙ্গি হামলার মুখে পড়তে হয়। পরিবৃত নিরাপত্তা ভেঙে ভক্তদের দিকেও পাথর ধেয়ে আসে। আশ্চর্যের বিষয় হল, বিপদ জেনেও এই যাত্রায় প্রতি বছর ভক্তদের ভিড় হয় চোখে পড়ার মতো। তাই, সেই ভক্তরা গুরুতর আহত হলে যাতে সঠিক চিকিৎসা পেতে পারেন তার দায়িত্ব নিল জম্মু-কাশ্মীর স্বাস্থ্য দফতর।বিমা ও চিকিৎসা পরিষেবা সংক্রান্ত সমস্ত প্রস্তাবেই সবুজ সংকেত দিয়েছে শ্রী বৈষ্ণো বোর্ড। হয়ত পরের বছর থেকেই নতুন স্বাস্থ্য বিমার সুবিধা পাবেন তীর্থযাত্রীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*