নিহত এসআই-এর বাবাকে স্কুলে চাকরি ও অলচিকি ভাষায় শিক্ষক নিয়োগ করবে সরকার

নিহত সাব ইনস্পেক্টর অমিতাভ মালিক-এর বাবাকে স্কুলে চাকরি দেবে সরকার। এ ছাড়া ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণও দেওয়া হবে এসআই পরিবারকে। নবান্নে সাংবাদিক সম্মেলন করে একথা বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এর পাশাপাশি পুলিশ বিভাগের পক্ষ থেকে নিহত এসআই অমিতাভ মালিক-এর স্ত্রীকে সবরকম সাহায্য করা হবে।

মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পরীক্ষার মাধ্যমে অলচিকি ভাষায় শিক্ষক নিয়োগ করা হবে। এ ছাড়া যাঁরা বর্তমানে অলচিকি ভাষার শিক্ষক তাঁদের মেয়াদ ৬০ বছর পর্যন্ত করা হলো।

ওয়েস্ট বেঙ্গল সিডুলকাস্ট অ্যাডভাইজারি কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই কাউন্সিলের কাজ তপশিলি জাতির উন্নয়ন। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*