অজিত ডোভালের সঙ্গে বৈঠক অমিত শাহের

জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় সেনা জঙ্গি সংঘর্ষ ও হামলার জেরে উত্তপ্ত উপত্যকা। এরই মধ্যে শনিবার সামনে এসেছে পাকিস্তানি সেনাবাহিনীর মদতে LoC পেরোনোর চেষ্টা রুখে দেওয়ার খবর। থমথমে পরিস্থিতিতে অমরনাথ যাত্রীদের দ্রুত ফিরতে বলেছে সরকার। এই অবস্থায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মুখোমুখি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্র সচিব ও অন্য গুরুত্বপূর্ণ আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। তাঁদের অন্যতম গোয়েন্দা প্রধান অরবিন্দ কুমার, RAW-এর সামন্ত গোয়েল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব গউবা।

উল্লেখ্য, গোয়েন্দা রিপোর্টে জানা গেছে, ২৯ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে একাধিকবার ভারতে প্রবেশ করার চেষ্টা করেছে জঙ্গিরা। যার পিছনে হাত রয়েছে পাকিস্তানের। এই পরিস্থিতির মোকাবিলা করতে গত কয়েক দিনে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে রাজ্যে। শনিবার ভারতীয় সেনার তরফে প্রকাশ করা হয় অনুপ্রবেশকারীদের মৃতদেহের ছবি। এরপরই ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে সাদা পতাকা নিয়ে ভারতে এসে মৃতদেহগুলি নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়।

তবে পাকিস্তানের তরফে এই প্রস্তাবের কোনও জবাব মেলেনি। এদিকে রবিবার সকাল পর্যন্ত জম্মু কাশ্মীরের কেরান সেক্টরে ভারী গুলিবর্ষণের শব্দ শোনা গেছে ৷ চলতি বছরে ইতিমধ্যেই ১৬০০-রও বেশি বার সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান।

কাশ্মীরে চলতে থাকা এই অস্থির পরিস্থিতি পর্যালোচনা করতেই মূলত আজকের বৈঠক বলে অনুমান বিশেষজ্ঞদের। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*