রাজভবন অভিযানের দিন মন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডি

বাংলার মানুষের হকের টাকা চাইতেই ফের সক্রিয়ে হয়ে উঠল কেন্দ্রীয় সংস্থা। বৃহস্পতিবার কাকভোরে পুরনিয়োগ মামলায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে হানা দেয় এনফর্সমেন্ট ডিরেক্টরেটের দল। রথীন ঘোষের মধ্যমগ্রামের মাইকেলনগরের বাড়িতে তল্লাশি শুরু চালাচ্ছে ইডি আধিকারিকরা। বাজেয়াপ্ত করা হয়েছে মন্ত্রীর মোবাইল ফোনও। এছাড়া কামারহাটি, টিটাগড়, বরানগর পুরসভার চেয়ারম্যান এবং দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়ের বাড়ি-সহ মোট ১২টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি।
বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ খাদ্যমন্ত্রীর মাইকেলনগরের বাড়িতে হানা দেয় ইডি। ৫টি গাড়িতে রথীনের বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকেরা। রথীন বলেন, ‘‘এর আগেও তো বিভিন্ন জায়গায় হানা দিয়েছে। কিন্তু কিছু তো পাওয়া যায়নি।মঙ্গলবারের প্রতিক্রিয়া আজ পাওয়া যাচ্ছে। রাজভবন অভিযান অভিযানের মতোই চলবে।’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*