প্রিয়রঞ্জন দাসমুন্সীর মরদেহ এলো দক্ষিন কলকাতার বাসভবনে

প্রথমে বিধানসভা হয়ে মরদেহ যায় হাইকোর্টে। অগণিত মানুষ শেষ শ্রদ্ধা জানান। এরপর মরদেহ নিয়ে আসা হয় তাঁর দক্ষিন কলকাতার প্রতাপাদিত্য রোডের বাসভবনে। সর্বত্রই রব ওঠে প্রিয়দা তোমায় ভুলছি না, ভুলবো না। প্রিয়দা অমর রহে। বাড়িতে যখন মরদেহ নিয়ে আসা হয় তখন এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তার পুরনো শহর, পুরনো পাড়া, তার একান্ত প্রিয় জায়গা, চেনা মানুষগুলো চোখের জলে শেষবারের মত বিদায় জানায় তাদের প্রিয় প্রিয়রঞ্জনকে। মরদেহে শ্রদ্ধা জানান তৃণমূল কংগ্রেসে নেতা পার্থ চট্টোপাধ্যায়, নির্বেদ রায়, মালা রায়, দেবাশীষ কুমার প্রমুখ। কংগ্রেসের তরফে হাজির ছিলেন অধির চৌধুরী, আব্দুল মান্নান, মনোজ চক্রবর্তী সহ একাধিক বিশিষ্ট নেতা।

এরপর বাসভবন থেকে মরদেহ এখন রায়গঞ্জের দিকে। সেখানে বিকাল ৪.৩০ শেষকৃত্য সম্পন্ন হবে। আকাশপথে নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*