সিবিআই খুনের কথা বলতে বাধ্য করেছিল, দাবি অভিযুক্ত ছাত্রের

গুরুগ্রামের রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র প্রদ্যুম্ন ঠাকুর খুনের ঘটনায় আবারও নতুন মোড়। বয়ান বদল করল অভিযুক্ত একাদশ শ্রেণির ছাত্র। জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে সে দাবি করেছে, চাপের মুখে খুনের কথা বলতে বাধ্য করানো হয়েছে তাকে। অভিযুক্ত ছাত্র জানায়- আমি কাউকে খুন করিনি। সিবিআই জোর করে আমাকে দিয়ে খুনের কথা বলিয়েছে। আমারও ছোট ভাই আছে। আমি কীভাবে এধরনের কাজ করব? সোমবারই ওই ছাত্রকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই ও শিশু সুরক্ষা আধিকারিকরা। আগামী ২২শে নভেম্বরের মধ্যে জুভেনাইল জাস্টিস বোর্ডে রিপোর্ট জমা দেবে তদন্তকারীরা। প্রসঙ্গত, পুলিশের বিরুদ্ধে প্রমাণ লোপাট ও আসল অপরাধীকে আড়াল করার অভিযোগ উঠেছে।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*