ভগিনী নিবেদিতার ১৫০তম জন্ম তিথি উপলক্ষে সমাবেশ করবে রাজ্য সরকারঃ শিক্ষামন্ত্রী

ভগিনী নিবেদিতার ১৫০তম জন্ম তিথি উপলক্ষে আগামী ৫ অক্টোবর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি সমাবেশ করবে রাজ্য সরকার। সেখানে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ নেবে। সাধারন নাগরিকও হাজির থাকবেন। মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নবান্নে এই খবর জানান।

তিনি জানান, নিবেদিতার স্বার্ধ শত বর্ষ পালনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই দিন তার তৃতীয় বৈঠক হয়। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে।

এই দিনের সিদ্ধান্তগুলি জানান, রামকৃষ্ণ মঠ ও মিশনের সচিব সুবিরানন্দ মহারাজ জানান, দার্জিলিং-এ নিবেদিতার সমাধি সংস্কার করা হবে।রাজারহাটে রাজ্য সরকারের দেওয়া ৫ একর জমিতে গড়ে তোলা হবে আন্তর্জাতিক মানের মানব উৎকর্ষকেন্দ্র। আমরা মহিলাদের সাহসিকতার উপর পুরস্কার চালু করবো। তাছাড়াও রামকৃষ্ণ মঠ ও মিশন নিবেদিতার নির্বাচিত রচনার কিছু তুলে দেবে রাজ্য সরকারের হাতে। রাজ্য সরকার সেই রচনা নিয়ে বই প্রকাশ করবে।

মহারাজ বলেন, নিবেদিতার স্বার্ধ শত বর্ষ উপলক্ষে আমরা কেন্দ্রীয় সরকারকে কিছু প্রস্তাব পাঠিয়েছি। কিন্তু এখনো কোনো উত্তর পায়নি। রাজীব গান্ধী নেতাজির জন্মদিন জাতীয় ছুটি ঘোষনার পর পশ্চিমব্ঙ্গ যে ভাবে তা পালন করেছে অন্য কোনো রাজ্য তা করেনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*