এশিয়ান গেমসে ১০০ পদক, শুভেচ্ছা বার্তা মোদির

এদিকে শনিবার এশিয়ান গেমসে একাধিক সোনার পদক ভারতের ঝুলিতে। কম্পাউন্ড তিরন্দাজির মহিলা এবং পুরুষ বিভাগে সোনা জয় ভারতের।

এশিয়ান গেমসে নজির গড়ল ভারত। এশিয়ান গেমসে ইতিহাসে প্রথমবারের জন্য ১০০ পদক ভারতের। আর এর ফলে ইতিহাস তৈরি করল ইন্ডিয়া। আর পরই দেশকে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এখনও বেশ কিছু ইভেন্ট পদক বাকি ভারতের। আশা রয়েছে অন‍্য ইভেন্টেও।

এবার এশিয়ান গেমসে নমার আগেই থেকেই ভারতের মন্ত্র ছিল ‘ইস বার শ পার’। আর সেই মন্ত্রকে মাথায় রেখেই চিনের হ্যাংঝউতে পদকের সেঞ্চুরি করলেন ভারতীয় খেলোয়াড়রা। এদিন মহিলা কবাডি দলের হাত ধরে সোনা জয় হতেই এশিয়ান গেমসে ১০০টি পদক জয় ভারতের। এশিয়ান গেমসে নজির গড়ল ইন্ডিয়া। আর এর পরই টুইটারে মোদি লেখেন,” এশিয়ান গেমসে ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। নজির গড়ল ইন্ডিয়া। ভারতবাসী গর্বিত এবং রোমাঞ্চিত যে আমরা ১০০ টি পদকের একটি অসাধারণ মাইলফলক ছুঁয়েছি। আমি আমাদের অসাধারণ ক্রীড়াবিদদের আমার আন্তরিক অভিনন্দন জানাই যাদের প্রচেষ্টা ভারতকে এই ঐতিহাসিক মাইলফলকের দিকে নিয়ে গেছে। প্রতিটি বিস্ময়কর পারফরম্যান্স ইতিহাস তৈরি করেছে এবং আমাদের হৃদয় গর্বে ভরিয়েছে। আমি আমার দেশের ক্রীড়াবিদদের সঙ্গে আলাপচারিতার জন‍্য উন্মুখ হয়ে রয়েছি।”

এদিকে শনিবার এশিয়ান গেমসে একাধিক সোনার পদক ভারতের ঝুলিতে। কম্পাউন্ড তিরন্দাজির মহিলা এবং পুরুষ বিভাগে সোনা জয় ভারতের। পাশাপাশি মহিলা কবাডি দলের হাত ধরে সোনা জিতল ভারত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*