রবিবার ছাড়া পেলেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর

দীর্ঘ এক মাস দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ ভর্তি থাকার পর রবিবার ছাড়া পেলেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর। গত ১৫ সেপ্টেম্বর থেকে প্যাংক্রিয়াসের সমস্যায় এইমসে ভর্তি ছিলেন তিনি।
এইমস সূত্রে খবর, রবিবার সকালে হঠাৎ করেই শারীরিক অবস্থা খারাপ হয় মনোহর পারিক্করের। সঙ্গে সঙ্গে তাঁকে আইসিইউ’তে পাঠানো হয়। তারপর তাঁর শারীরিক অবস্থা ভালো হলে তাঁকে আইসিইউ এবং হাসপাতাল থেকেও ছেড়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে হাসপাতাল সূত্রে। রবিবার সন্ধ্যার দিকে তিনি গোয়া পৌঁছাবেন বলে জানা গেছে।
যদিও এই বিষয়ে গোয়ার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আয়ুষ শ্রীপদ নায়েক জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর আরও কয়েকদিন হাসপাতালে থাকা উচিত ছিল। তিনি বলেন, ” আমি খবর পেয়েছি। কিন্তু এখনও আমার বিশ্বাস হচ্ছে না। আমি তাঁর সঙ্গে গত পরশু দেখা করেছিলাম। শেষ ১৫ দিন তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। কিন্তু আমার মনে হয়, তাঁর আরও কিছুদিন হাসপাতালে থাকা উচিত ছিল।”
তবে মুখ্যমন্ত্রীর হাসপাতাল ছেড়ে তড়িঘড়ি রাজ্য ফেরা নিয়ে অন্য মত পোষণ করছেন রাজনীতিবিদদের একাংশ। তাঁদের বক্তব্য, এত দীর্ঘদীন ধরে অসুস্থ থাকার জন্য ইতিমধ্যেই বিরোধীরা তাঁর ইস্তফা দাবি করেছেন। এমনকী দু দিন আগে শুক্রবার হাসপাতালেই মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী।
৪০ আসনের গোয়া বিধানসভায় বিজেপি-র আসন ১৪। কংগ্রেসের আসন ১৬। জোট করে সরকার গঠন করেছিল বিজেপি। গোয়ার প্রধান বিরোধী দল কংগ্রেস, গত ১৯ সেপ্টেম্বর রাজ্যপাল মৃদুলা সিনহার সঙ্গে দেখা করে দাবি করেছিল, যাতে বিধানসভার ফ্লোরে সংখ্যাগরিষ্ঠতা যাচাই করা হোক। মুখ্যমন্ত্রীর অসুস্থতায় সরকারের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছিল তারা। শুক্রবারের বৈঠকে মন্ত্রিসভার মধ্যে বেশ কিছু রদবদলেরও সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*