বিজেপির নেতাদের প্রমাণ করতে হবে যে তৃণমূল কর্মীরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

নির্বাচনী প্রচারের শেষ দিনে আজ ডায়মন্ড হারবারে এক নির্বাচনী জনসভা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকে তিনি বলেন, যে বিজেপির নেতাদের প্রমাণ করতে হবে যে তৃণমূল কর্মীরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙ্গেছে, তা নাহলে শাস্তির মুখে পড়তে হবে তাদের। তিনি বলেন, বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে সেদিন রাতে এসব করে গেল কিন্তু মোদীর মুখে একবারের জন্য এই নিয়ে কোনও কথা নেই।

তিনি অভিযোগ করেন, যে বিজেপি ভোটের আগে টাকা ছড়াচ্ছে এবং একজন বিজেপি প্রার্থী তা করতে গিয়ে ধরাও পড়েছেন। তিনি বলেন যে “রাজ্যে বিজেপি সভাপতির এক সহায়ক কোটি টাকা সহ ধরা পড়েছেন এবং স্বীকার করেছেন যে তা নির্বাচনের জন্যে খরচ করা হত। ওরা এরকম অন্যায় করে যাচ্ছে কিন্তু নির্বাচন কমিশন ওদের বিরুদ্ধে কিছুই করতে পারছে না।”

মমতা বলেন, ওরা বলেছে বাংলা কাঙাল হয়ে গেছে। সাহস কী করে হয়? শুধু নির্বাচনের সময় কলকাতায় আসে আর ভাবে সব জেনে গেছি। ওরা মিথ্যে কথা বলে, ঝামেলা পাকায় তারপর কেটে পরে। এছাড়াও বলেন, ওরা কেন্দ্রীয় বাহিনীকে ওদের কাজে ব্যবহার করে। বাহিনী ভোট কেন্দ্রে গিয়ে ওদের ভোট দিতে বলে। ওদের কথায় কান দেবেন না। ভয় পাবেন না। ঠিক লোককে ভোট দেবেন যে আপনার উন্নয়ন করবে ও উন্নতি চায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*