তুমি ৩২৪ ধারা জারি করেছো কিন্তু ১৯ তারিখ বাংলার মানুষ ৩৫৬ ধারা প্রয়োগ করবেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

এটা নির্বাচন কমিশনের নির্দেশ নয়, এটা বিজেপি পার্টির নির্দেশ ৷ সেন্ট্রাল ফোর্সকে দিয়ে নির্বাচন করাচ্ছে বিজেপি। বুধবার স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্য ও এডিজি সিআইডি রাজীব কুমারকে অপসারিত করায় কমিশনের সিদ্ধান্তের সমালোচনা করে এভাবেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি মমতা বলেন মঙ্গলবারের ঘটনায় কেন অমিত শাহকে স্যাক করল না কমিশন? ওনার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত ৷

উল্লেখ্য, বুধবার রাতে বেনজির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের কাজে হস্তক্ষেপ করার জন্য রাজ্যের স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্যকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে মুখ্যসচিব মলয় দেকে। এডিজি সিআইডির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে। এছাড়াও বৃহস্পতিবার রাত ১০টার মধ্যেই নির্বাচনী প্রচার বন্ধ করে দেওয়ার নির্দেশও দিয়েছে কমিশন। কমিশনের এই সিদ্ধান্তের পরেই কালীঘাটের বাড়িতে সাংবাদিক সম্মেলন ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, বৃহস্পতিবার মোদীর দুটো জনসভা রয়েছে বাংলায় ৷ তাই এই বৃহস্পতিবার রাত পর্যন্ত প্রচারের সুযোগ দিয়েছে কমিশন ৷

মমতা একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, অমিত শাহ কলকাতায় দাঙ্গা করতে এসেছিলেন ৷ পরিকল্পিত ভাবে কলকাতা বিশ্ববিদ্যালয় ও বিদ্যাসাগর কলেজে হামলা চালানো হয়েছে, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে। তবে বাংলার মানুষ এসব জিনিস বরদাস্ত করবে না। তৃণমূল সুপ্রিমো জানান, আমি কিছুতেই ছেড়ে দেবো না। সাহসের সঙ্গে লড়াই করবো। মিস্টার ইলেকশন কমিশন, দুঃখের সঙ্গে জানাচ্ছি তুমি পক্ষপাত দুষ্ট। তাঁর কথায়, আমি মুখ্য নির্বাচন কমিশনারের কথা বলছি না। উনি গুডি গুডি ম্যান। কিন্তু ওনার সঙ্গে যে দু’জন রয়েছেন, তাঁরা গুডি গুডি নন, ব্যাড। আমি চাইলে সবার পর্দা ফাঁস করে দিতে পারি।

মমতা এদিন আরও জানান, মিস্টার ইলেকশন কমিশন, তোমার কাছে ক্ষমতা রয়েছে তুমি ৩২৪ ধারা জারি করেছো। তবে মানুষ তোমাকে এর যোগ্য জবাব দেবে। ১৯ তারিখ ভোটের দিন বাংলার মানুষ রায় দিয়ে ৩৫৬ ধারা প্রয়োগ করে দেবে তোমার বিরুদ্ধে। আর বিজেপি-র জন্য ১৪৪ ধারা প্রয়োগ করেবে মানুষ।

অন্যদিকে বৃহস্পতিবারই সব কর্মসূচিই সেরে ফেলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল দুপুর ১টায় মথুরাপুরে সভা করবেন মমতা। তারপরই সভা ডায়মন্ড হারবারে। এই সভা শেষেই জোকা থেকে তারাতলা পর্যন্ত রোড শো রয়েছে মমতার। তারপর তিনি চলে আসবেন যাদবপুরে। সুকান্ত সেতু থেকে যাদবপুরের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীর সমর্থনে রোড শো করবেন মমতা। সুকান্ত সেতু থেকে যাদবপুর হয়ে ঢাকুরিয়া পর্যন্ত হবে এই রোড শো। তারপরেই দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালা রায়ের সমর্থনে ল্যান্সডাউন থেকে রোড শো করবেন দলনেত্রী। তারপরে বেহালাতে নির্বাচনী সভা রয়েছে মমতার।

এদিন কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

শুনুন!

ক্লিক করুন নীচের লিঙ্কে-

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/1796935187119510/?t=3

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*