বছরভর হলিঊড

তপন মল্লিক চৌধুরী

সারা বছরের নানা ঘটনা-রটনায় ভরে যায় দুনিয়ার ক্যালেন্ডার । সুখ-দুঃখ-আনন্দ-বেদনা ঘটনা যে রকমই হোক না কেন তার রেশ থাকে গভীরতা অনুযায়ী । তবে অন্য যে কোনও জগতের থেকে শোবিজের এই আঙিনায় সবার নজরটাই থাকে একটু বেশিরকম । থাকবে নাই বা কেন, নক্ষত্রদের ব্যাপার-স্যাপার বলে কথা; তার ওপর হলিঊড । ২০১৭ তে বিভিন্ন ঘটনার জন্ম দিয়েছে সেই ভুবন তার মধ্যে বেছে নেওয়া হল ঊল্লেখযোগ্য কয়েকটি ।

বছরভর প্রচুর ছবি মুক্তি পেয়েছে হলিঊডে । বছরের একেবারে শুরুর দিকে মুক্তি পেয়েছিল স্প্লিট, রি’ফিফটি শেডস অফ ডারকার, লোগান এবং বিঊটি অ্যান্ড দ্য বিস্ট । এর মাঝে মুক্তি পেয়েছে দ্য ফেইট অফ দ্য ফিঊরিয়েস, গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি ভলিঊম টু, কিং আরথারঃ লেজেন্ড অফ দ্য সোরড, পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান, বেওয়াচ, স্পাইডারম্যানঃ হোম কামিং, অ্যানাবেল, দ্য হিটম্যান বডিগারড, আইটি, মাদার, শেষদিকে পাওয়া যায় থর ন্যাগনারক, স্টার ওয়ার্সঃ দ্য লাস্ট জেডির মতো ছবি পাশাপাশি পাওয়া গেছিল ওলাফ ফ্রজেন অয়াডভেঞ্চার, বস বেবির মতো দারুন দারুন অ্যানিমেশন । তবে খুব বেশি করে বলতেই হবে ডিসি কমিকস আর মারভেলের কথা । যারা এবছর ভক্তদের প্রায় কক্ষনোই কোনভাবে হতাশ করেনি । ডিসি ঊপহার দিয়েছে জাস্টিস লিগ, জাস্টিস লিগ ডার্ক এবং ওয়ান্ডার উইমেন, যদিও বহু প্রতীক্ষার পর মুক্তি পাওয়া জাস্টিস লিগ ডিসিপ্রেমীদের মন ভাললাগায় ভরিয়ে দিতে পারেনি । আর অন্যদিকে থর ন্যাগনারক,স্পাইডারম্যানঃ হোম কামিং, গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি ভলিঊম টু এবং লোগান দিয়ে বছরটা বেশ ভালোই কাটিয়েছে মারভেল ।

 

টিকিটের পয়সা ঊসুল করে দিয়েছে যে হলিঊড সেখানে কিন্তু বছরের শুরুটাই হয়েছিল একটা বড়সড় ভুল দিয়ে । বছরের দ্বিতীয় মাস ফেব্রুয়ারিতে ছিল অস্কারের ৮৯তম অনুষ্ঠান । সেখানেই ঘটে যায় একটি লজ্জাজনক ঘটনা—ওই আসরে সেরা চলচ্চিত্র বিভাগে লা লা ল্যাণ্ড ছবিটিকে বিজয়ী বলে ঘোষণা করে দেওয়া হয় যা ভীষণভাবেই ভুল, আসল ছবিটির নাম হল মুন লাইট । এরকম ঘটনায় স্বভাবতই অস্বস্তিতে পরে যায় কতৃপক্ষ, খবর ছড়িয়ে যায় দুনিয়া জুড়ে, হলিঊডের ছবি আর অস্কার বলে কথা ।

তবে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই বছরও হলিউড ছিল যথেষ্ট সরগরম । বছরের শুরুতেই অন্যান্যবারের মতো ছিল গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, এবার ছিল ৭৪তম অনুষ্ঠান । ওই অনুষ্ঠানে হলিউডের তারকা অভিনেত্রী মেরিল স্ট্রিপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিভাষোণবিরোধী সিদ্ধান্তের প্রেক্ষিতে জ্বালাময়ী বক্তব্য রাখেন । প্রসঙ্গত ঊল্লেখ করতে হয় মেরিল তিনবার অস্কার এবং আটবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতেছেন । এরপর একে একে ফ্রেব্রুয়ারিতে গোল্ডেন র‍্যাপসবেরি, একাডেমি অ্যাওয়ার্ডের ৮৯তম আসর বসে । এ বছর অস্কারের খাতায় নিজের নাম লেখান অভিনেত্রী এমা স্টোন (লা লা ল্যান্ড), আর অভিনেতা কেসি অ্যাফ্লেক (ম্যানচেস্টার বাই দ্য সি) । সেরা ছবি বিভাগে ২০১৭-র অস্কার খেতাব জিতেছেন বেরি জেনকিন্স তাঁর মুনলাইট ছবির জন্য । তবে একথা বলতেই হবে ২০১৭-র অ্যাকাডেমি অ্যাওয়ার্ড যতটা না পুরস্কারের জন্য আলোচিত হয়েছে তার চেয়ে ঢের বেশি কথা হয়েছে রাজনৈতিক আবহের কারণে । অনুষ্ঠান মঞ্চেই ট্র্যাম্পের সমালোচনা করে নিজেদের মতামত ব্যাক্ত করেন জিমি কিনেল, গার্ল গারসিয়া বারনাল, আসগার ফারহাদির মতো তারকারা ।

হলিউডে ধারাবাহিকভাবে সফল ছবি ঊপহার দেওয়ার জন্য যাঁরা খ্যতি কুড়িয়েছেন তাঁদের মধ্যে অবশ্যই থাকেন জেনিফার লিরেন্স । সেই সুনামে ছেদ পড়েছে এবছরই । তাঁর বহুল আলোচিত ছবি বক্স অফিসে ফ্লপ করে । কেবল ছবিই যে ফ্লপ করেছে তা তো নয়, সেই সঙ্গে পরিচালক ড্যারেন অ্যারোনফস্কির সঙ্গে তাঁর সম্পর্কও ভেঙে যায় । অভিনেত্রী নিজেও সে কথা স্বীকার করে আপাতত বিশ্রামে রয়েছেন । তবে সম্পর্ক ছাড়াছাড়ি নিয়ে হলিউডে এবছর তোলপার তুলে দিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট । প্রায় বছর ১২ একসঙ্গে থাকার পর ডিভোর্সের জন্য আবেদন করেছিলেন এই হেবিওয়েট দম্পতি । কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কেঊ কাউকে ছাড়তে পারেননি, শেষ পর্যন্ত জানা যাচ্ছে তাঁরা একসঙ্গেই থাকছেন । তবে ২০১৭ তে বহুকাল একসঙ্গে থাকার পর পাকাপাকিভাবে বিচ্ছেদ ঘটেছে অনেকেরই । এই তালিকায় আছেন অ্যানা ফারিস-ক্রিস প্র্যাট, এলি ম্যাকপারসন-জেফরি সফার, জেন ফন্ডা-রিচারড পেরি, জ্যাক হোয়াইট হেল-জেম্মা চ্যান প্রমুখ ।

অভিনেত্রী হিসেবে মেগান মারকেল যত না প্রচারের অলো পেয়েছেন তার চেয়ে অনেক বেশি আলোচিত হয়েছেন ব্রিটিশ রাজ পরিবারের পুত্রবধূ হতে গিয়ে । প্রিন্স হ্যারির সঙ্গে প্রেম তাপর বাগদান তাঁকে তারকা অভিনেত্রীর থেকেও অনেক বেশি প্রচারের আলোয় রেখেছে এ বছর ।

ভাল মন্দ সবরকম আলচোনাতেই জমজমাট থাকে হলিঊডের সংসার । অক্টোবর মাসে আচমকা প্রযোজক হারভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ ওঠায় তোলপার শুরু হয় হলিঊড জুড়ে । প্রভাবশালী এই প্রযোজকের বিরুদ্ধে প্রথমে অভিযোগ আনেন অভিনেত্রী তারানা বার্ক, তারপর একে একে মুখ খুলতে থাকেন অনেকে । একটা সময়ে প্রায় একঘরে হয়ে পড়েন ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’ খ্যাত হার্ভি ওয়াইনস্টিন । এরপর তাঁকে সরান হয় অস্কার কমিটি থেকেও ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*