গুজরাটের প্রথম দফা ভোটে মনে রাখার মতো কিছু মুহুর্ত

শেষ হলো গুজরাটের প্রথম দফার ভোট। সৌরাষ্ট্র এবং দক্ষিণ গুজরাটের ১৯টি জেলায় ভোটাভুটির লড়াই চলে। সকাল থেকেই বুথ গুলির সামনে লম্বা লাইন চোখে পড়েছে। কিন্তু মনে রাখার মতো ও সকলকে খুশী করার জন্য এবার কয়েকটি ছবি। যা একদিকে যেমন অপনাকে আনন্দ দেবে আবার অন্যদিকে আশ্চর্যও হবেন। সেরকমই কিছু ছবি ধরা পড়েছে চিত্র সাংবাদিকদের ক্যামেরায়। যা রীতিমতো ভাইরাল। দেখুন ভোট কত বড়ো বালাই।

ছবি – ১

(ছবি সৌজন্যেঃ এএনআই)

বিয়েতে বসার আগে ভোট দিয়ে গেলেন এই যুবক-যুবতী। শনিবার ভোট শুরু হওয়ার কিছুক্ষন পর ভারুচের একটি বুথে হাজির হন সাতপাকে বাঁধা পড়তে চলা এই যুগল। একেবারে বিয়ের পোশাক পরে। ভোট দিয়ে বুথ থেকে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমকে জানালেন, আজ তাদের বিয়ে। কিন্তু আজ রাজ্যে সবচেয়ে বড় নির্বাচন। তাই দেশের নাগরিক হিসেবে ভোটদান আমাদের কর্তব্য। আর বিয়ের দিনে ভোট হওয়ায় দিনটা আরও স্পেশাল হয়ে গেল বলে মন্তব্য বর বেশী যুবকের। ভাবা যায়, বিয়ের পোষাক পরে হবু বউকে নিয়ে ছাতনাতলায় না গিয়ে সোজা বুথে।

ছবি – ২

ভাবনগরে একটি বুথের সামনে দেখা গেলো এমনই ছবি। জীবনের প্রথম ভোটদানের মুহুর্ত অপরের সঙ্গে শেয়ার করে নেবে বলে বুথে ভোট দিতে ঢোকার আগেই চটপট সেলফি। সামনে পুলিশকে দেখলেও সেদিকে কোনও ভ্রুক্ষেপই নেই। বন্ধুদের সঙ্গে ভোট দিতে এসে সেলফি তোলার হুজুগ দেখে পুলিশ এগিয়ে যায়। পরে তাদের ফোন নিয়ে নেয় পুলিশ এবং ভোট দেওয়ার পর এসে ফোন নিয়ে যেতে বলা হয়। তাতে কী? ফোন নিলেই বা, আসল কাজটি হয়ে গেছে যে। বুথের ভিতরে সেলফি তুলে বিপাকে পড়েন কিছু মধ্যবয়স্ক মানুষও।

ছবি – ৩

সুরাটের কাটাগ্রামের একটি বুথে দেখা গেল এমন এক ছবি। গায়ে হলুদের অনুষ্ঠানের দিন সকাল সকাল গায়ে হলুদ মেখে ভোট দিতে হাজির বিয়ের কনে। হেসে ক্যামেরার সামনে বিভিন্ন রকম পোজও দিলেন তিনি।

ছবি – ৪

রাজকোটের রবি বিদ্যালয়ে এদিন দুপুরে ভোট দিতে গেলেন ভারতীয় দলের মিঃ ডিপেন্ডেবল চেতেশ্বর পুজারা। ভোট দেওয়ার সেই ছবি ধরা পড়লো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*