বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে ভারতকে নেতৃত্ব দেবেন মমতাঃ ফিরহাদ

বুধবার, ধর্মতলার  মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবছরের মত এবছরও সংহতি দিবস পালন করলো তৃণমূল কংগ্রেস। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এছাড়া, অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন বক্তব্য বলতে গিয়ে তিনি বলেন আমরা সবাই এই দেশে একসঙ্গে থাকি। কিন্তু বর্তমানে দেশ বিপদের মধ্যে রয়েছে। মূলত এর সমাধান ধর্মনিরপেক্ষতা ও সংহতির পথেই করা সম্ভব। যে ধর্মনিরপেক্ষতার দিশা দেখাবেন একমাত্র মমতা ব্যানার্জি।
এছাড়াও ফিরহাদ হাকিম আরও বলেন, আমার সঙ্গে এখানে বসে থাকা পার্থ চ্যাটার্জির কি কোনও পার্থক্য আছে? উনিও এই দেশের শস্য, ফল খেয়ে বড় হয়েছেন, আমিও হয়েছি। উনিও এই দেশের মাটিতে একদিন বিলীন হয়ে যাবেন, আমিও তাই হব। পাশাপাশি তিনি বলেন এদেশ রবীন্দ্র, নজরুল, রামকৃষ্ণ, বিবেকানন্দের দেশ। এখানে আরেকটা বাবরি মসজিদ কোনো ভাবেই ধ্বংস হবে না। আর আমরা তা কখনই হতে দেব না। আমরা রামকৃষ্ণের আদর্শে বিশ্বাসী। তাঁর কথায় যত মত তত পথ। তাঁর কাছ থেকে ধর্ম শিখব না তো মোহন ভগবতের কাছ থেকে ধর্ম শিখব?
পুর ও নগরোন্নয়ন মন্ত্রী বলেন আগামী দিনে ভারাতকে পথ দেখাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর নির্দেশেই এগিয়ে যাব আমরা। তাই তো বলি মমতা তুমি এগিয়ে চলো, আমরা তোমার পিছনে আছি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*