যুবভারতীতে সাম্বার ছন্দ আটকে গেল ইংল্যান্ডের কাছে

কলকাতার যুবভারতীতে একটি ঐতিহাসিক রাত্রি ইংল্যান্ডের জন্য। তারা আজ শক্তিশালী ব্রাজিলকে হারিয়ে অনূর্দ্ধ ১৭- বিশ্বকাপের ফাইনালে চলে গেলো। আজ যুবভারতী সাম্বার ছন্দে ভাসবে ঠিক করেছিল। কিন্তু ইংল্যান্ডের যুব দল কিন্তু অন্যরকম ভেবেছিল। যাবতীয় হিসাব পালটে দিয়ে দুর্দান্ত লড়াই করে ব্রাজিলকে ৩-১ গোলে হারিয়ে দিলো। ইংল্যান্ডের যুব খেলোয়াড় লিভারপুলে খেলা রিয়ান ব্রিউস্টার আজ হ্যাটট্রিক করেন। এই নিয়ে যুব বিশ্বকাপে দ্বিতীয় হ্যাটট্রিক করলেন। সব মিলিয়ে ৭ গোল করে সোনার বুটের দাবিদার। ব্রিউস্টার তিনটি গোল করে যথাক্রমে ১০ মিনিট, ৩৯ মিনিটে এবং ৭৭ মিনিটে। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন ওয়েসলি ২১ মিনিটের মাথায়।
ফাইনাল হবে যুবভারতীতে। এই মাঠেই ইংল্যান্ড মুখোমুখি হবে স্পেন বা মালির বিরুদ্ধে, যারা আজ খেলবে মুম্বাইয়ে অন্য সেমিফাইনালে। অনুর্দ্ধ যুব ১৭ ইউরো কাপে স্পেন ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছিল। সেই হারের স্মৃতি এখনো ব্যথা দেয়। ফাইনালে যদি স্পেনকে পায়। তাহলে ইংল্যান্ড মধুর প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ অবশ্যই পাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*