দুন এক্সপ্রেস থেকে ফের কচ্ছপ উদ্ধার, প্রশ্নের মুখে রেলের সুরক্ষা বাহিনীর ভূমিকা

ফের ডাউন দুন এক্সপ্রেস থেকে কচ্ছপ উদ্ধার করল জিআরপি। ধৃত চার মহিলা-সহ পাঁচ। ৮ অক্টোবর দুপুরে দুন এক্সপ্রেস মেমারী স্টেশনে থামলে জিআরপি ধৃতদের আচরণে সন্দেহ হওয়ায় দুনের জেনারেল বগিতে তল্লাশি চালিয়ে মোট ১১টি ব্যাগ থেকে দেড়শোর বেশি কচ্ছপ উদ্ধার করে। কচ্ছপগুলি উত্তরপ্রদেশের মানিপুর থেকে নদিয়ায় চাকদা নিয়ে যাওয়া হচ্ছেছিল। জিআরপির অনুমান কচ্ছপগুলি ব্যাণ্ডেল স্টেশনে নামিয়ে চাকদা নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। পরে ব্যাগ ভর্তি কচ্ছপগুলি জিআরপি মেমারী থেকে বর্ধমান স্টেশনে নিয়ে যায়। গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে মূলত ডাউন দুন এক্সপ্রেস থেকে কচ্ছপ উদ্ধার হচ্ছে। সেই কারণে রেলের সুরক্ষা বাহিনীর ভূমিকা নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে। কি করে উত্তরপ্রদেশ থেকে এতটা পথ পেরিয়ে এলো পাচারকারীরা। শেষমেষ জিআরপি কচ্ছপ উদ্ধার করল। ধরা পড়লো পাঁচ পাচারকারী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*