দিল্লীতে শেষ টেস্টের প্রথম দিনেই বড় রানের পথে ভারত

বিরাট ও মুরলির জোড়া শতরানের জন্যই শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় তথা শেষ টেস্টের প্রথম দিনে ম্যাচে জাঁকিয়ে বসল ভারত। দিনের শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৩৭১। ক্রিজে রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মা। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক। দুই ওপেনার বিজয় ও শিখর ধবন দারুণ শুরু করেন। কিন্তু শিখর ধাওয়ান ২৩ রানে আউট হয়ে যান। চেতেশ্বর পূজারাও ২৩ রান করেই আউট হন। এরপর ইনিংসকে মজবুত করেন বিজয়-কোহলি জুটি। নাগপুরের পর এবার নয়াদিল্লিতেও শতরান হাঁকালেন ম্মুরলি বিজয়। টেস্ট কেরিয়ারের ১১তম শতরান করে ফেলেন তিনি।
তিনি ১৫৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, তাঁর ইনিংস সাজানো রয়েছে ১৩টি চারে। অন্যদিকে, অধিনায়ক কোহলি যেন স্বপ্নের ফর্মে রয়েছেন। চলতি টেস্ট সিরিজে শতরানের হ্যাটট্রিক করে ফেলেন ভারত অধিনায়ক। এদিন কেরিয়ারের ২০তম শতরান সম্পন্ন করেন। তাঁর শতরান আসে মাত্র ১১০ বলে। দিনের শেষে ১৫৬ রানে নট আউট রয়েছেন বিরাট। তিনি ১৬টি চার হাঁকিয়েছেন। তবে ভারতের টেস্ট দলে সহ অধিনায়ক অজিঙ্ক রাহানের রানের খরা চলছে। এই সিরিজের এই ম্যাচে তিনি আবার ব্যাট হাতে ব্যর্থ। মাত্র ১ রান করেই আউট হয়ে যান। আগামীকাল হয়তো দ্বিশতরান করেও ফেলবেন। এদিন তৃতীয় উইকেটে বিজয়-কোহলি জুটিতে ২৮৩ রান ওঠে। দ্বিতীয়দিনে ভারতের ইনিংস কত রানে শেষ হয়ে শ্রীলঙ্কার ওপরে বোঝা চাপায় সেটাই দেখার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*