মরসুমের প্রথম ডার্বিতে মুখোমুখি মোহন-ইস্ট

অপেক্ষা হাতে গোনা আর মাত্র কয়েকটা ঘন্টা। তারপরই বিভক্ত হতে চলেছে বাংলা। একদিকে এপার বাংলার ঘটি, আর অন্যদিকে ওপার বাংলার বাঙাল। রবিবার মরসুমের প্রথম ডার্বিতে মুখোমুখি হতে চলেছে চির প্রতিদ্বন্দ্বী দুই দল। আই লিগের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ ঘিরে ইতিমধ্যেই চড়চড়িয়ে চড়তে শুরু করেছে পারদ। আইএসএলের সঙ্গে পাল্লা দিয়ে আইলিগ কতটা দর্শকদের মন কেড়ে নিতে পারে, তা নিয়ে চলছে তীব্র ডামাডোল। তবুও সবকিছুকে পিছনে ফেলে রবিবাসরীয় ডার্বিতে যুবভারতীমুখী হতে দেখা যাবে কলকাতার দুই হেভিওয়েট দলের সমর্থকদের। ইতিমধ্যেই টিকিটের চাহিদা তুঙ্গে। ম্যাচের আয়োজক মোহনবাগান, তাই গঙ্গাপারের ক্লাবে দেদারে বিক্রি হয়েছে টিকিট।

দুটি দলই প্রথম ম্যাচে তাদের মূল্যবান দুটি করে পয়েন্ট হারালেও একটুও ভেঙে পড়েনি মোহন-ইস্টের খেলোয়াড়রা। ডার্বি থেকেই ঘুরে দাঁড়াতে চাইছে লাল হলুদ ও সবুজ মেরুন ব্রিগেড। তবে অলআউট না গিয়ে রক্ষণ সামলে আক্রমনে যেতে চাইছে দু দলের কোচ। ম্যাচ ড্র হলেও কোনও ক্ষতি নেই কিন্তু কোনও মূল্যেই ম্যাচ হারলে চলবেনা। এমনই গেমপ্ল্যান দুই দলের হেডস্যারের। রবিবার দুপুর ২ টো থেকে শুরু হবে ম্যাচ।

দু দলের কোচই নিজের সেরা একাদশকে মাঠে নামিয়ে প্রথমেই গোল তুলে নিতে চাইবে। বদলে গেছে দল, নতুন হিসাবে দলে যোগ দিয়েছেন বহু খেলোয়াড়। তবুও কে আছে, কে নেই তা না ভেবে দুটি দলই চাইছে একে অপরকে টেক্কা দিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাতে। একদিকে সনি নর্ডে, দিপান্ডা ডিকা, ক্রোমা আর অন্যদিকে প্লাজা, আল আমনা ও কাটসুমির ত্রিফলা। দু দলেই এমন কয়েকজন খেলোয়াড় আছেন যারা এক মুহুর্তেই ম্যাচের রং বদলে দিতে পারে। তবে নজর থাকবে সনি, কাটসুমি, আমনা ও সদ্য মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে যোগ দেওয়া কাটসুমি ইউসার দিকে। আরও একজনের উপর নজর রাখতেই হবে তিনি সদ্য আইজলকে আইলিগ দিয়ে সবুজ মেরুন শিবিরে যোগ দিয়েছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন কিংসলের কথা বলা হচ্ছে। কথা খুব একটা বলেন না কিন্তু ডার্বির আবহে নিজেকে ধরে রাখতে না পেরে নাইজেরিয় স্ট্রাইকার বলেন ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছি। নিজের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত এই ডিফেন্ডার। অন্যদিকে সহজে হাল ছেড়ে দিতে নারাজ এডোয়ার্ড। তিনি বলেন সমস্ত প্রশ্নের উত্তর মাঠেই দিয়ে আসবেন তিনি। রবিবারের ম্যাচ ঘিরে ইতিমধ্যেই সরগরম ময়দান। ছড়া, টিপ্পনীতে উত্তাপ ছড়িয়েছে দুই শিবিরেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*