আন্তরিকতা এবং সদিচ্ছা যদি থাকে তাহলে সব কাজই করা যায়ঃ মুখ্যমন্ত্রী

কলকাতায় বাগবাজারে সিস্টার নিবেদিতার বাড়ি বাড়ি-অধিগ্রহণ সংস্কার করে সারদা মিশনের কাছে তুলে দেওয়া প্রসঙ্গে বললেন মমতা ব্যানার্জী, আমাদের আন্তরিকতা এবং সদিচ্ছা যদি থাকে তাহলে সব কাজই করা যায়। শিক্ষা, মহিলাদের এগিয়ে যাওয়া নিয়ে যিনি আন্দোলন করেছেন তার নামে ইউনিভার্সিটি আসেম্বলি তো মনে করি গর্বের বিষয়।

বিশ্ব বাংলা বাংলার সন্মান। এটা নিয়েও কেউ প্রশ্ন তুলতে পারে? আইডিয়া আমি নিজে তৈরী করেছি। সেটা আমার অপরাধ না! কি অপরাধ করেছি? আপনারাও আসুন না। কেন আসেন না? কেন বিশ্ব বাংলা করেছি, বিশ্ব ভারতীকে টেক্কা দিতে না। চেয়েছি যারা বিশ্ব ভারতীতে জায়গা পাবেন না তারা বিশ্ব বাংলায় পড়াশোনা করবে ভেবেছি। বিশ্ব বাংলা তৈরী করা আমার অপরাধ না!

মুখ্যমন্ত্রী বিধানসভায় বিশ্ব বাংলা লোগো নিয়ে সাফাই দিচ্ছেন। বিশ্ব বাংলা লোগো করে পয়সা নেব ভাবতেই পারি না। আমি এগ্রিমেন্ট করে লোগো দিয়েছি সরকারকে। যত দিন সরকার থাকবে এটা সরকারের প্রপার্টি থাকবে। কিন্তু অন্য সরকার যদি এই লোগো ব্যবহার না করে, তাহলে লোগো আমার কাছে ফিরে আসবে। এটায় অপরাধ কি স্যার? স্পিকারকে প্রশ্ন মমতার। আমার স্বপ্ন বিশ্ব বাংলা। আমি আমার স্বপ্নকে আমি ভাঙতে দেব না। পরের সরকার এই লোগো ব্যবহার না করলে লোগো আমার কাছে ফিরে আসবে এটাই চেয়েছিলাম। কি অপরাধ করেছি? বিশ্ব বাংলা নিয়ে এত কথা কংগ্রেসের। কেন্দ্রে তো আমাদের সাপোর্ট ছাড়া কোন ভাবে নড়তেই পারত না কংগ্রেস। এখানে যত বারফাট্টাই। মনে রাখবেন, এখানে যা দেখাবেন দিল্লীতে তাই দেখবেন।

একটা আন্ডার ১৭ ফুটবল করে কেউ দেখাক। ফিফা আমাদের প্রশংসা করছে, রাষ্ট্রপতি প্রশংসা করছে আমাদের।ওদের কি জ্বালা। বিশ্ব বাংলা আমাদের গর্ব। দেখবেন সারা বিশ্ব জয় করবে বিশ্ব বাংলা।

পাহাড়ে যাতে এক্সলুসিভ একটা ওদের জন্য ইউনিভার্সিটি হয় সেটা শিক্ষা মন্ত্রীকে দেখতে বললেন মুখ্যমন্ত্রী। পাহাড়ের বিধায়কদের দাবিতে সম্মতি জানালেন মুখ্যমন্ত্রী। গতকাল শিক্ষা মন্ত্রীকে রোহিত শর্মা, সবিতা রাই, অমর সিং রাই পাহাড়ের আলাদা ইউনিভার্সিটির জন্য দাবী জানিয়েছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*