বিধানসভার প্ল্যাটিনাম জয়ন্তী স্মারক ভবনের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী

বিধানসভায় পশ্চিমদিকে হাই কোর্টের আনেক্স ভবনের দিকে, শিলান্যাস হলো বিধানসভার প্ল্যাটিনাম জয়ন্তী স্মারক ভবনের। বিধানসভায় এই ভবনের এদিন শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পীকার বিমান বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিরোধী দলনেতা আব্দুল মান্নান, সিপিআইএম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী সহ অন্যান্যরা।

এই ভবনে থাকছে মিউজিয়াম, কনফারেন্স রুম, অডিটোরিয়াম, লাইব্রেরি, এছাড়াও প্রাচীন ইতিহাস সম্মিলিত গ্রন্থ রাখা হবে। থাকবে বঙ্গভঙ্গ এর প্রাচীন দলিল, থাকবে নন্দীগ্রাম এবং সিঙ্গুর আন্দোলনের দলিলও। ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম। ২ লক্ষ-এর বেশি প্রাচীন ইতিহাস সম্মিলিত বই থাকবে যেগুলো এখন বিধানসভার কাছে আছে। বাড়িটি তৈরী করতে খরচ ধরা হয়েছে ২০ কোটি টাকা। কাজ শেষ হতে প্রায় ১৮ মাস সময় ধরা হয়েছে।

এই প্ল্যাটিনাম ভবনের আনুষ্ঠানিক শিলান্যাস করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কাগজ অনেক সময় ছিঁড়ে যায়, অনেক তথ্য নষ্ট হয়ে যায়। তাই লাইব্রেরিটিকে ডিজিট্যাল করার প্রয়োজন। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন বিধানসভায় সদস্যরা যেমন পড়াশুনা করবেন তেমনি সাধারন মানুষ বা যাঁরা রিসার্চ করবেন তাঁরাও বিধানসভার বিষয়ে অনেক কিছু জানতে চান। তিন প্রস্তাব দেন বিধানসভার একটি গেট সাধারনের জন্য নির্দিষ্ট করা হোক। অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তথ্য সমৃদ্ধ ভাষণ দেন। তিনি বিধানসভায় বিশিষ্ট বক্তাদের ভাষণ সংরক্ষনের প্রয়োজনীয়তার কথা বলেন। মুখ্যমন্ত্রী এই বিষয়ে বলেন আমি চাই সমস্ত বিধায়কদের ভাষণই গুরুত্ব দিয়ে সংরক্ষণ করা হোক।






Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*