মারা গেলেন অভিনেত্রী বাসবি নন্দী

অতীত দিনের নায়িকা বাসবি নন্দী মারা গেলেন । রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। স্টার থিয়েটারে ‘কারাগার’ (১৯৬২), রঙমহলে ‘সেইম-সাইড’ (১৯৬৮/৬৯), বিজন থিয়েটারে ‘শ্রীমতি ভয়ঙ্করী’(১৯৮০) তাঁর উল্লেখযোগ্য নাটক।

প্রসঙ্গত, বাসবী নন্দীকে রুপোলি পর্দায় প্রথম দেখা যায় ‘যমালয়ে জীবন্ত মানুষ’ (১৯৫৮) ছবিতে। ‘বনপলাশীর পদাবলী’ (১৯৭৩)-তে উত্তম কুমার-এর বিপরীতে তাঁর অভিনয় বাংলা চলচ্চিত্রপ্রেমীরা কোনও দিন ভুলতে পারবেন না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*