শুরু হয়েছে বৃষ্টি, চলবে বৃহষ্পতিবার পর্যন্ত

নিম্নচাপের বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই আকাশের মুখ ভার। মেঘলা করে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে শুরু হয় বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত চলবে বর্ষণ। ধীরে ধীরে বাড়বে বৃষ্টির তীব্রতাও। তবে শুক্রবার কমে যেতে পারে বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা – অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে নিম্নচাপ। যার জেরে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলেও ব্যাপক বর্ষণ হচ্ছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পশ্চিম ওড়িশার উপকূলবর্তী জেলাগুলিতেও। তবে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

যদিও বৃষ্টির হাত ধরে এই মুহুর্তেই রাজ্যে শীত প্রবেশ করবে কী না তা এখনই বলা যাচ্ছেনা। তবে শীত পড়ার মুখে এই বৃষ্টি কিছুটা হলেও মানুষকে যে শীতের আমেজ এনে দিয়েছে তা অবশ্যই বলা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*