যোগীর বোরখা ফতোয়া

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভায় বোরখা পরে বসা যাবে না। উত্তরপ্রদেশ পুলিশ জারি করল এমনই ফরমান। প্রসঙ্গত, মঙ্গলবার উত্তরপ্রদেশের বালিয়ায় জনসভা করেন যোগী আদিত্যনাথ। সভায় হাজির এক মুসলিম মহিলার সামনে আচমকাই হাজির হয় পুলিশ। যোগী আদিত্যনাথের সভায় তিনি কেন বোরখা পরে বসে রয়েছেন, তা নিয়ে ওঠে প্রশ্ন। এরপর ওই মহিলাকে বোরখা খুলে বসতে বাধ্য করা হয় বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই শুরু হয় জোর বিতর্ক। সম্প্রতি ভিডিওটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল।

যদিও বালিয়ার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন এমন কোনও ঘটনার খবর তাদের কাছে নেই। তবে যোগী আদিত্যনাথের সভায় যাতে কেউ কালো কাপড় না দেখান, সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছিল। অন্যদিকে, ওই মহিলার অভিযোগ, তিনি এবং তাঁর স্বামী দু’জনেই বিজেপি কর্মী। তা সত্ত্বেও কেন তাঁকে বোরখা খুলে বসতে বলা হল ? ঘটনার পরই বিভিন্ন মহল থেকে উঠতে শুরু করেছে প্রশ্ন।

প্রসঙ্গত শনিবার মেরটে একটি জনসভার সময় কালো পতাকা দেখানো হয় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। ঘটনার পর থেকেই জারি হয়েছে এমন ফরমান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*